পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন অমান্য করে রাস্তায় বেরোলেই অ্যান্টিজেন টেস্ট

লকডাউন ভঙ্গকারীদের সচেতন করতে অভিনব উদ্যোগ ৷ লকডাউন ভেঙে রাস্তায় বেরোলে আটক বা গ্রেপ্তার নয়। পথচারীকে বাধ্যতামূলকভাবে করতে হবে অ্যান্টিজেন টেস্ট ।

sdin
sdin

By

Published : Aug 31, 2020, 9:42 PM IST

হিলি, 31 অগাস্ট: লকডাউন ভঙ্গকারীদের সচেতন করতে অভিনব উদ্যোগ পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের। লকডাউন ভঙ্গ করে রাস্তায় বেরোলে আটক বা গ্রেপ্তার নয়। পথচারীকে বাধ্যতামূলকভাবে করতে হবে অ্যান্টিজেন টেস্ট । আজ দুপুরে হিলি থানার ত্রিমোহনীতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কোরোনা পরীক্ষার জন্য ব়্যানডম অ্যান্টিজেন টেস্ট করা হয় । লকডাউন পালন বাধ্যতামূলক করতে এবং লকডাউন ভঙ্গকারীদের সচেতন করতে নয়া উদ্যোগ ব্লক প্রশাসনের।

কোরোনা সংক্রমণ রুখতে আজ সাপ্তাহিক লকডাউন হয় রাজ্যে । অগাস্ট মাসের আজ শেষ সাপ্তাহিক লকডাউন । কিন্তু লকডাউনের মধ্যেও রাস্তায় মানুষের বেরানো লেগেই রয়েছে কমবেশি । গত লকডাউনে দক্ষিণ দিনাজপুরে 15 থেকে 20 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে । আজ লকডাউন সফল করতে সকাল থেকে পুলিশ প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে ৷ তবে এবার লকডাউন ভঙ্গকারীদের সচেতন করতে অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের ৷

আজ দুপুরে ত্রিমোহনীতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোরোনা পরীক্ষার জন্য ব়্যানডম অ্যান্টিজেন টেস্ট শুরু করা হয়। উপস্থিত ছিলেন হিলি ব্লক স্বাস্থ্য আধিকারিক রুদ্রাংশ মজুমদার, BDO সৌমেন বিশ্বাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও অধিকারিকরা । আজ লকডাউন ভঙ্গ করায় সব মিলিয়ে প্রায় 100 জনের শরীরে অ্যান্টিজেন টেস্ট করা হয় । যদিও কারও রিপোর্ট পজ়িটিভ আসেনি ।

এবিষয়ে হিলি ব্লক স্বাস্থ্য আধিকারিক রুদ্রাংশু মজুমদার জানান, লকডাউনের মধ্যে যারা সরকারি নির্দেশ অমান্য করে বাড়ি থেকে বের হচ্ছেন তাঁদের শরীরে অ্যান্টিজেন টেস্ট করাচ্ছেন । যাতে এসব মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় এবং লকডাউনের মধ্যে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হয়। সেই সঙ্গে যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাঁদেরও অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে । এই কাজে পুলিশ প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ সবরকমভাবে সাহায্য করছেন ।"

ABOUT THE AUTHOR

...view details