বংশীহারী, 27 আগস্ট : রাতের অন্ধকারে চলছে অসামাজিক কাজকর্ম ৷ গঙ্গারামপুর ব্লকের সইরাপুর এলাকার বন্যা দুর্গতদের জন্য যে ঘরগুলো তৈরি হয়েছিল 2014-15 সালে, সেগুলি পঞ্চায়েতের হাতে না দেওয়ারর জন্য সমস্যা থেকেই গেছে ৷ সেখানেই চলছে নানা অসামাজিক কাজ ৷ স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ।
কয়েক বছর আগে গঙ্গারামপুর ব্লকে বন্যায় ক্ষতিগ্রস্তদের থাকার জন্য সইরাপুর এলাকায় ব্যবস্থা করা হয়েছিল ৷ কিন্তু দেখা গেছে, 2014 সাল থেকে এই ঘরগুলো তৈরি হওয়ার পর থেকে প্রায় পাঁচ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সূচনা হয়নি ভবনটির ৷ উলটে, সেখানে রাতের অন্ধকারে মদ্যপানের আসর বসছে । চলছে একাধিক অসামাজিক কাজ ৷