বালুরঘাট, 2 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। কোরোনা হাসপাতালের পাশাপাশি এবার অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু করা হচ্ছে। 65 শয্যার এই হাসপাতাল চালু হচ্ছে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের দোতলায়। নাট্য উৎকর্ষ কেন্দ্রে এতদিন আইসোলেশন সেন্টার বা সারি হাসপাতাল ছিল। এই হাসপাতালের দোতলায় অ্যানেক্স কোভিড হাসপাতাল চালু হতে চলেছে। সোমবার বিকেলে জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর এমনটা জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে।
গত 48 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 19 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলায় সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 26। এদিকে আগের একজন ও পরের 19 জনকে বালুরঘাটের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। বালুরঘাট কোরোনা হাসপাতালে মোট শয্যা রয়েছে 25টি । যার মধ্যে তিনটি CCU যুক্ত। নতুন করে কেউ আক্রান্ত হলে তাকে কোথায় রাখা হবে তা নিয়ে গতকাল জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকরা।