বংশীহারী, ৪ সেপ্টেম্বর : তিনি জীবিত ৷ কিন্তু খাতায় কলমে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে ৷ বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার এক কৃষক জীবিত থাকলেও কৃষি বিভাগের পেনশন বিভাগে তিনি মৃত ৷ ওই কৃষকের নাম হীরেন্দ্রমোহন দেব ৷
জমিতে চাষাবাদ করেই সংসার চালান হীরেন্দ্রবাবু ৷ দু'বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন ৷ 2018 সালে তিনি কৃষি পেনশনের আবেদন করেছিলেন ৷ কিন্তু সেই বছরের এপ্রিল থেকে কোনও পেনশনের টাকা পাননি ৷ এ বিষয়ে বালুরঘাট কৃষিবিভাগে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ বালুরঘাট কৃষিবিভাগের আধিকারিক বলেন, কাগজে কলমে হীরেন্দ্রমোহন দেব মৃত ৷ সেই কারণে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন ঢুকছে না ৷
2018 সালের মার্চ মাসের পর কৃষি বিভাগ থেকে বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে সার্ভে করতে প্রতিনিধি পাঠানো হয়৷ কিন্তু হীরেন্দ্রমোহনকে বাড়িতে না পেয়ে কৃষিবিভাগের কর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ও তাঁর পেনশন বন্ধ করে দেন ৷ অবিলম্বে পেনশন চালু এবং দোষীদের শাস্তির দাবি তুলছেন হীরেন্দ্রমোহন এবং এলাকার বাসিন্দারা ৷
হীরেন্দ্রমোহন দেব বলেন, "২০১৮ সালের মার্চের পর আর কোনও টাকা পাইনি ৷ কৃষি বিভাগ আমাকে মৃত ঘোষণা করে পেনশন বন্ধ করে দিয়েছে । আমি অবিলম্বে আমার পেনশন চালুর আবেদন জানাচ্ছি ।"
বংশীহারী ব্লকের কৃষি আধিকারিক তাপস দাস বলেন, "প্রতি 6 মাস অন্তর পেনশন প্রাপকদের একটি লাইফ সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হয় ৷ হীরেন্দ্রমোহনবাবু হয়তো সেই ফর্ম ফিল আপ করেননি ৷ তাই তাঁর পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বিষয়টি দেখব ৷"