বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 8 জুন : লকডাউনে মিড-ডে মিল দেওয়ার নাম করে চতুর্থ শ্রেণির ছাত্রীদের ডেকে স্কুল পরিষ্কার করানো এবং শ্লীলতাহানীর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে । মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে বিদ্যুতের পোলের সঙ্গে বেঁধে গলায় জুতোর মালা পরিয়ে দিলেন অভিভাবকরা । ঘটনাটি ঘটেছে বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ছোটো কড়ই প্রাথমিক বিদ্যালয়ে । প্রধান শিক্ষক সঞ্জীব বিশ্বাসের বিরুদ্ধে বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷
গ্রামবাসীদের অভিযোগ, ছোটো কড়ই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব বিশ্বাস প্রায়ই রাস্তায় ছাত্রীদের দেখতে পেয়ে স্কুলে ডেকে নিত । মঙ্গলবারও চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মিড-ডে মিল নেওয়ার জন্য স্কুলে ডাকে ৷ কিন্তু, ওই ছাত্রী যেতে রাজি হয় না ৷ পরে বাড়িতে গিয়ে তার মা-কে জানায় সে ৷ তার মাও স্কুলে যেতে জোর করে ৷ কিন্তু সে স্কুলে যেতে রাজি হয় না ৷ এর পর বাধ্য হয়ে সে তার মাকে সব কথা জানায় ৷