পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 দিনের প্রকল্পের শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ, অভিযুক্ত তৃণমূল নেতা - tmc

দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লকের গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে MGNRIGS প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজ । ঠিক এমন সময় 100 দিনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধেই । খাঁড়ি সংস্কারের শ্রমিকদের দিয়ে নিজের পুকুর ও সোয়া সংস্কারের কাজ করাচ্ছেন বলে অভিযোগ বিভাসরঞ্জন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ।

work
100 দিন কাজ

By

Published : Apr 28, 2020, 3:37 PM IST

বালুরঘাট, 28 এপ্রিল: 100 দিনের শ্রমিকদের কাজে লাগিয়ে নিজের পুকুর সংস্কার করানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনায় গতকাল অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা তথা বালুরঘাট বিধানসভার তৃণমূলের কনভেনার বিভাসরঞ্জন চট্টোপাধ্যায়ের নামে । এই বিষয় স্থানীয় নাজিরপুর গ্রাম পঞ্চায়েত, বালুরঘাটের BDO এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কৈগ্রাম বুথ তৃণমূল কংগ্রেস কমিটি । যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন বিভাসরঞ্জন চট্টোপাধ্যায় । পালটা তাঁর দাবি, সুপারভাইজারের কাছ থেকে টাকা চেয়ে না পাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন কয়েকজন BJP-র লোক ।

100 দিনের কাজের শ্রমিকদের দিয়ে নিজের কাজ করানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

লকডাউনের কারণে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষরা । প্রায় এক মাস ধরে বন্ধ কাজ । এর ফলে রোজগার বন্ধ হয়ে রয়েছে । এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই প্রত্যেক জেলায় শুরু হয়েছে 100 দিনের কাজ । দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লকের গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে MGNRIGS প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজ । ঠিক এমন সময় 100 দিনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধেই । বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রাম এলাকায় 100দিনের কাজে কৈগ্রাম খাঁড়ি সংস্কারের কাজ চলছিল । গত সপ্তাহের শেষের দিকে সেই খাঁড়ি সংস্কারের কাজ শুরু হয় । অভিযোগ, সেই খাঁড়ি সংস্কারের শ্রমিকদের নিজের পুকুর ও সোয়া সংস্কারের কাজে ব্যবহার করছেন বিভাসরঞ্জন চট্টোপাধ্যায় । কৈগ্রাম বুথ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

এই বিষয়ে কৈগ্রাম বুথ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনন্দ বর্মণ জানান, "100 দিনের কাজের শ্রমিকদের দিয়ে নিজের পুকুর ও সোয়া সংস্কার করছেন স্থানীয় তৃণমূল নেতা বিভাসরঞ্জন চট্টোপাধ্যায় । নিজের ক্ষমতার জোরে সরকারি খাঁড়ি সংস্কারের বদলে বেআইনিভাবে নিজের পুকুর ও সোয়া সংস্কার করে যাচ্ছেন । আর এর সঙ্গে জড়িত রয়েছে ব্লক প্রশাসন । তাই পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বালুরঘাট ব্লকের BDO এবং জেলা শাসককে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে । এমন কী এনিয়ে জেলা সভানেত্রীর সঙ্গে দেখা করার চেষ্টাও করা হয়েছে ।" তবে গতকাল সভানেত্রীর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি । এবিষয়ে বালুরঘাট ব্লকের BDO অনুজ শিকদার জানান, তিনি এখন পর্যন্ত হাতে কোনও অভিযোগ পাননি । অভিযোগ পেলে পুরো বিষয়টি বলতে পারবেন ।

এবিষয়ে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, "দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীরা এইসব অরাজকতা চালিয়ে আসছেন । পুলিশ প্রশাসন হাতে থাকায় তাঁরা যা ইচ্ছা তাই করতে পারেন । তাই বেআইনিভাবে সরকারি কাজের বদলে নিজেদের কাজ করাচ্ছেন তৃণমূল নেতারা ।" এমন ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিভাসরঞ্জনবাবু । জানান, "এইসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন । আমার পুকুর শিডিউল মেনেই গত ফেব্রুয়ারি মাসে সংস্কার হয়েছে । বর্তমানে পুকুরে জল জমে রয়েছে । সেক্ষেত্রে কী করে নতুন করে পুকুর সংস্কার সম্ভব ? এই ঘটনার পিছনে তৃণমূলের নাম ভাঙিয়ে BJP-র কয়েকজন লোকের হাত রয়েছে । যাঁরা অভিযোগ করেছেন তাঁরা সুপারভাইজারের কাছ থেকে টাকা চেয়েছিলেন । সেই টাকা না পেয়ে এইসব করছেন ।" অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ জানান, বিষয়টি সম্বন্ধে তিনি এখনও কিছু জানেন না । আর না জেনে কোনওরকম মন্তব্য করতে পারবেন না । অভিযোগ সত্যি হলে প্রশাসন খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেবে । এখানে দলের কোনও ভূমিকা নেই ।

এদিকে আজ সকালে কৈগ্রাম বুথ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনন্দ বর্মণের বাড়িতে বেশ কয়েকজন শ্রমিক যান । কাজ চেয়ে বিক্ষোভ দেখান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ । পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি । আনন্দবাবুর অভিযোগ, যেহেতু তিনি ঘটনার প্রতিবাদ করেছেন তাই তাঁর বাড়িতে লোকজন পাঠিয়েছেন অভিযুক্ত বিভাসরঞ্জন চট্টোপাধ্যায় । শ্রমিকদের যা বুঝিয়েছেন সেই শুনেই এসেছেন তাঁরা । তিনি শ্রমিকদের কাজ নিয়ে কোনও অভিযোগ করেননি ।

ABOUT THE AUTHOR

...view details