বালুরঘাট, 28 এপ্রিল: 100 দিনের শ্রমিকদের কাজে লাগিয়ে নিজের পুকুর সংস্কার করানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনায় গতকাল অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা তথা বালুরঘাট বিধানসভার তৃণমূলের কনভেনার বিভাসরঞ্জন চট্টোপাধ্যায়ের নামে । এই বিষয় স্থানীয় নাজিরপুর গ্রাম পঞ্চায়েত, বালুরঘাটের BDO এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কৈগ্রাম বুথ তৃণমূল কংগ্রেস কমিটি । যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন বিভাসরঞ্জন চট্টোপাধ্যায় । পালটা তাঁর দাবি, সুপারভাইজারের কাছ থেকে টাকা চেয়ে না পাওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন কয়েকজন BJP-র লোক ।
লকডাউনের কারণে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষরা । প্রায় এক মাস ধরে বন্ধ কাজ । এর ফলে রোজগার বন্ধ হয়ে রয়েছে । এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই প্রত্যেক জেলায় শুরু হয়েছে 100 দিনের কাজ । দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি ব্লকের গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে MGNRIGS প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজ । ঠিক এমন সময় 100 দিনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধেই । বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রাম এলাকায় 100দিনের কাজে কৈগ্রাম খাঁড়ি সংস্কারের কাজ চলছিল । গত সপ্তাহের শেষের দিকে সেই খাঁড়ি সংস্কারের কাজ শুরু হয় । অভিযোগ, সেই খাঁড়ি সংস্কারের শ্রমিকদের নিজের পুকুর ও সোয়া সংস্কারের কাজে ব্যবহার করছেন বিভাসরঞ্জন চট্টোপাধ্যায় । কৈগ্রাম বুথ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
এই বিষয়ে কৈগ্রাম বুথ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনন্দ বর্মণ জানান, "100 দিনের কাজের শ্রমিকদের দিয়ে নিজের পুকুর ও সোয়া সংস্কার করছেন স্থানীয় তৃণমূল নেতা বিভাসরঞ্জন চট্টোপাধ্যায় । নিজের ক্ষমতার জোরে সরকারি খাঁড়ি সংস্কারের বদলে বেআইনিভাবে নিজের পুকুর ও সোয়া সংস্কার করে যাচ্ছেন । আর এর সঙ্গে জড়িত রয়েছে ব্লক প্রশাসন । তাই পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বালুরঘাট ব্লকের BDO এবং জেলা শাসককে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে । এমন কী এনিয়ে জেলা সভানেত্রীর সঙ্গে দেখা করার চেষ্টাও করা হয়েছে ।" তবে গতকাল সভানেত্রীর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি । এবিষয়ে বালুরঘাট ব্লকের BDO অনুজ শিকদার জানান, তিনি এখন পর্যন্ত হাতে কোনও অভিযোগ পাননি । অভিযোগ পেলে পুরো বিষয়টি বলতে পারবেন ।