বংশীহারী, 23 অক্টোবর: এলাকা উন্নয়ন প্রকল্পের টাকায় তৈরি হয়েছিল বংশীহারীর নেংড়া পীর বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়। এখন সেই যাত্রী প্রতীক্ষালয় দখল করেই চলছে সবজির দোকান। সেখানে সবজি বিক্রি করছেন শ্রীদাম সিংহ নামে এক ব্যবসায়ী ৷ অবস্থা এমন দাঁড়িয়েছে যে, যাত্রী ও পথচলতি মানুষদের বিশ্রামের জন্য যাত্রী প্রতীক্ষালয় ৷ অথচ তাঁরা কেউ সেখানে বসতে বা দাঁড়াতে পারেন না। বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় থাকা সত্বেও যাত্রীদের রোদ-বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ৷
2016 সালে বংশীহারী গ্রাম পঞ্চায়েত এলাকার নেংড়া পীর বাসস্ট্যান্ডে 512 জাতীয় সড়কের ধারে তৈরি হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়টি। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের 2 লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি হয়। আশেপাশের শ্রীরামপুর, ফয়জুল্লাপুর, রূপাহাটা গ্রামের লোকজন এই প্রতীক্ষালয়টিকে ব্যবহার করতেন। কিন্তু এখন তা শ্রীদাম সিংহ নামে সবজি ব্যবসায়ীর দখলে ৷ এ বিষয়ে অভিযুক্ত শ্রীদাম সিংহ বলেন, "আমি পঞ্চায়েতে জানিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এখানে বসে আছি।"
আরও পড়ুন : Bomb Blast : কালিয়াচকে বিস্ফোরণে উড়ল তৃণমূল কর্মীর বাড়ির চাল, উদ্ধার জার ভর্তি বোমা