বালুরঘাট, 21 এপ্রিল : নির্দিষ্ট পরিমাণের থেকে কম চাল-আলু দেওয়ার অভিযোগ উঠল শিশুশিক্ষা কেন্দ্রে । এর জেরে শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান শিশুশিক্ষা কেন্দ্রের আধিকারিক । আজকের মতো বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডের ওই মিলন পল্লী শিশুশিক্ষা কেন্দ্রে বন্ধ করে দেওয়া হয়েছে চাল-আলু দেওয়ার প্রক্রিয়া ।
লকডাউন পড়ুয়ারা যাতে সমস্যায় না পড়ে সেজন্য শুরুর দিকেই একবার চাল ও আলু দেওয়া হয়েছিল অভিভাবকদের। প্রথম দফার পর আবার নতুন করে স্কুল থেকে চাল ও আলু দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেইমতো আজ বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডের মিলন পল্লী শিশুশিক্ষা কেন্দ্রে চাল ও আলু দেওয়া শুরু হয় । অভিযোগ, এখানে যে পরিমাণ চাল ও আলু দেওয়া হচ্ছে, তা সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম । অভিভাবকদের বক্তব্য, সরকার থেকে তিন কেজি চাল ও তিন কেজি আলু দেওয়ার কথা। কিন্তু এখানে নিজেদের ইচ্ছেমতো কাউকে এক কেজি চাল, আবার কাউকে দেড় কেজি করে আলু দেওয়া হচ্ছে । এরপরই অভিভাবকদের সঙ্গে বচসা বাধে শিক্ষিকাদের। হাতাহাতিও শুরু হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান SSK-র আধিকারিক। নিজেরাই অভিভাবকদের দেওয়া চাল-আলু মেপে দেখেন । দেখা যায়, তা পরিমাণের তুলনায় কম । তারপরই আজকের মতো বন্ধ করে দেওয়া হয় স্কুল। শিক্ষিকাদের অফিসে ডেকে পাঠানো হয়।