পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation of Extortion: ভ্যান চালকদের থেকে তোলাবাজি ! অভিযুক্ত পঞ্চায়েত প্রধান - তোলা আদায়ের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

ভুটভুটি ভ্যান চালকদের থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর কর্মকারের বিরুদ্ধে (Allegation of Extortion Against Gram panchayat Pradhan) ৷

Allegation of Extortion
তোলা আদায়ের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

By

Published : Nov 12, 2022, 12:22 PM IST

Updated : Nov 13, 2022, 6:41 AM IST

রায়গঞ্জ, 12 নভেম্বর:যুব তৃণমূল কংগ্রেস নেতার পর এবার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজা এলাকা (Allegation of Extortion Against Gram panchayat Pradhan) । রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর কর্মকারের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ সোলেমান আলী ।

রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রামপঞ্চায়েতের বেশ কয়েকটি প্লাই মিলের কারখানা রয়েছে । সেইসব কারখানায় কাঠ ও প্লাই নিয়ে যাতায়াত করে বেশকিছু ভুটভুটি ভ্যান । রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে কাঠ বোঝাই করে ভুটভুটি ভ্যানগুলো রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজা মোড় হয়ে বিন্দোলে আসে । অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর কর্মকার বেশ কয়েকজন দুষ্কৃতীদের নিয়ে মহারাজা মোড় এলাকায় সেই ভুটভুটি ভ্যানগুলোর কাছ থেকে 200 টাকা করে তোলা আদায় করেন । ভুটভুটি চালকদের অভিযোগ, মহারাজা মোড় এলাকায় এলেই প্রধানের নেতৃত্বে গুন্ডা বাহিনী জোরজবরদস্তি 200 টাকা করে তোলা নেয় । ফলে তাঁরা চরম সমস্যায় পড়েছেন । বিষয়টি কাঠের মিলের মালিকদের জানিয়েছেন তাঁরা ।

তোলা আদায়ের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন:"মমতা ইশারা করলেই শুভেন্দুর হাত-পাঁজর ভেঙে দেব", হুঁশিয়ারি অখিলের

মহম্মদ সোলেমান আলি নামে বিন্দোলের এক প্লাই কারখানার মালিক জানান, সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনিভাবে ভুটভুটি চালকদের কাছ থেকে তোলা আদায় করছেন 6 নম্বর রামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান দীপঙ্কর কর্মকার ও তার অনুগামীরা । এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রধানের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি ।

যদিও রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, "সামনা-সামনি এসে কেউ প্রমান করে দিক যে আমি টাকা নিয়েছি বা তোলা আদায় করছি । এটা বিরোধীদের চক্রান্ত । রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করলেই সত্য ঘটনা উঠে আসবে ।"

Last Updated : Nov 13, 2022, 6:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details