বালুরঘাট, 12 ডিসেম্বর: অনাস্থা বৈঠকে তৃণমূলের মৃত সদস্যকে চিঠি পাঠানো নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিজেপির আনাস্থা নিয়ে বৈঠক ছিল সোমবার (Allegation Against BJP of Beating BDO at Balurghat)৷ তার জন্য এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ।
ডাঙা গ্রাম পঞ্চায়েত 20টি আসন বিশিষ্ট । গত পঞ্চায়েত ভোটে বিজেপি 11টি, তৃণমূল 6টি এবং বাম তিনটি আসন পায় । বিজেপির প্রধান হন মল্লিকা কর্মকার সূত্রধর । পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতটি তৃণমূলের দখলে চলে যায় । এদিকে গত 21 অক্টোবর ডাঙা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর সংসদের তৃণমূল সদস্য সুজন দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । ফলে সংখ্যালঘু হয়ে যায় তৃণমূল । এরপর গত 28 নভেম্বর বিজেপির পক্ষ থেকে অনাস্থা আনা হয় । সেই অনাস্থা প্রস্তাবের বৈঠক ছিল সোমবার । সেখানে বিজেপির 10 জন সদস্য উপস্থিত ছিলেন ।
Balurghat TMC: তৃণমূলের মৃত সদস্যকে জীবিত দেখানোয় বিডিওকে মারধরে অভিযুক্ত বিজেপি - বিডিওকে মারধরে অভিযুক্ত বিজেপি
বিডিওকে মারধরের ঘটনায় অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়(Balurghat TMC)৷
আরও পড়ুন :স্কুলে চলছে দুয়ারে সরকার, পঠন-পাঠন শিকেয় উঠেছে; অভিযোগ বিজেপি'র
কিন্তু বিজেপির অভিযোগ, তৃণমূলের মৃত সদস্যকেও বালুরঘাটের বিডিও চিঠি পাঠান এবং তাঁকে এখনও মৃত বলে গণ্য করা হয়নি । সংখ্যা গরিষ্ঠ না থাকা সত্ত্বেও তৃণমূলের দখলে থাকা ডাঙা পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে বিজেপির ডাকা অনাস্থা মুলতুবি করার অভিযোগ ওঠে বিডিওর বিরুদ্ধে । আর এই ঘটনায় ব্লক অফিসে চড়াও হয়ে বিডিওকে মারধর করার অভিযোগ বিজেপি সদস্যদের বিরুদ্ধে । বিডিও অনুজ কুমার সিকদারের মাথায় ও হাতে চোট লাগে । ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই বিজেপি কর্মী সদস্যরা ব্লক অফিস ছেড়ে চলে যান ।
সোমবারের অনাস্থা বৈঠকে বিজেপির 10 সদস্য অংশ নিলেও তৃণমূলের সদস্যরা অনুপস্থিত ছিলেন । এই পরিস্থিতিতে বিজেপি সদস্যদের ডাকা অনাস্থা মুলতুবি করে দেয় বৈঠকে থাকা বিডিও অফিসের প্রতিনিধিরা । এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পঞ্চায়েত ভবন থেকে বিজেপি সদস্যদের বের করে দেন । এরপরেই ক্ষুব্ধ বিজেপি সদস্য ও কর্মীরা ব্লক অফিসে বিডিওর ঘরে ঢুকে তাঁকে চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ ।
যদিও ডাঙা পঞ্চায়েত অফিসে মৃত সদস্যকে জীবিত দেখিয়ে বিজেপির ডাকা অনাস্থাকে মুলতুবির অভিযোগ এবং কী কারণে তাঁর উপর হামলা সেসবের কারণ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিডিও অনুজ সিকদার ।
আরও পড়ুন :সালিশি সভা ডেকে প্রেমিকের সঙ্গে স্ত্রী'র বিয়ে দিলেন স্বামী