বংশীহারি, 11 মে : রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র । কৃষি বিপণনের দায়িত্ব পাবার পর কৃষকদের উপর বেশি করে নজর দেবেন বলে জানালেন তিনি । অনেকদিন পর জেলা থেকে মন্ত্রী হওয়ায় খুশি জেলাবাসী ।
জেলায় এই প্রথম মন্ত্রী হয়ে কৃষকদের উন্নতির কথা ভাবলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র । সোমবার রাজভবনে শপথ নেন 43 জন মন্ত্রী । এর মধ্যে 24 পূর্ণ মন্ত্রী, 10 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও 9 জন প্রতিমন্ত্রী ।
কৃষি বিপণন দফতরের দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লববাবু জানান, "এই দফতরের মন্ত্রী হতে পেরে খুব ভাল লাগছে । কৃষি বিপণন দফতর খুবই গুরুত্বপূর্ণ একটি দফতর । "
ন্যায্য দামে কৃষিপণ্য পৌঁছাবে মানুষের দুয়ারে, প্রতিশ্রুতি কৃষি বিপণন মন্ত্রীর আরও পড়ুন :134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়
এছাড়াও তিনি বলেন, সব জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই দফতরের মাধ্যমে কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কিনে ন্যায্যমূল্যে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে এবং সেই সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যের বিভিন্ন স্টল খুলে দেওয়া হবে । প্রতিটি জেলায় কৃষকদের থেকে ন্যায্যমূল্যে কৃষি পণ্য কিনবে রাজ্য সরকার । যাতে জেলা সহ রাজ্যের বেশিরভাগ কৃষকরা বেশি লাভবান হবে বলে আশাবাদী তিনি ৷