বংশীহারি, 29 জুন : হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুর এবং বংশীহারি ব্লকের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ৷ রাজ্য সরকারের উদ্যোগে কৃষি ও বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে বুনিয়াদপুর ফুটবল মাঠ এবং হরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় তৈরি হতে চলেছে মার্কেট কমপ্লেক্স ।
হরিরামপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সুবিধার্থে নির্মিত হচ্ছে এই মার্কেট কমপ্লেক্স । দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের দাবি ছিল যে, এলাকায় একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হোক । নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কথা দিয়েছিলেন, তিনি জিতলে এবং রাজ্যে পুনরায় তৃণমূল সরকার ক্ষমতায় এলে তিনি এই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন ।
বর্তমানে তিনি রাজ্যের কৃষি ও কৃষি বিপণন দফতরের মন্ত্রী থাকার কারণে মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য জায়গা পরিদর্শনে আসেন । রাজ্যের এগ্রিকালচার মার্কেট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ ঘোষের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথ, ও বংশীহারি ব্লকের বিডিও সুদেষ্ণা পাল-সহ একঝাঁক প্রশাসনিক আধিকারিকরা ।