বালুরঘাট, 27 মে : বালুরঘাটে ব্যবসায়ীদের টিকাকরণে চরম বিশৃঙ্খলা দেখা দিল । বালুরঘাট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ছিল উপচে পড়া ভিড় ৷ অধিকাংশ ব্যবসায়ী টিকা না পাওয়ায় বিক্ষোভ দেখান । বিক্ষোভ এতটাই চরম আকার নেয় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় । অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ ।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে বালুরঘাটের ব্যবসায়ীদের প্রথম ডোজ করোনা টিকা দেওয়া শুরু হয় । বালুরঘাট বাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দুদিন ধরে এই টিকাকরণের কাজ চলে । প্রথম দিনেই কোভিড টিকা নিতে শতাধিক ব্যবসায়ীর ভিড় হয় । বালুরঘাট শহরে প্রায় 10 হাজারের উপর ব্যবসায়ী রয়েছেন । মাত্র দু দিনে ব্যবসায়ীদের টিকা দেওয়া হবে জেনে ব্যবসায়ী সমিতিতে ভিড় উপচে পড়ে ।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ী টিকা পাচ্ছেন না, অথচ কিছু ব্যবসায়ী তাঁদের পরিবারের লোকজনকেও টিকা দেওয়াচ্ছেন । এই নিয়ে এ দিন সাধারণ ব্যবসায়ীদের ক্ষোভ চরমে ওঠে এবং তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় । ফলে বন্ধ হয়ে যায় টিকাকরণে কাজ । খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।