বংশীহারি, 29 আগস্ট : দীর্ঘদিন ধরে ছুটি পাননি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ৷ বিএমওএইচ ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই বাধ্য় হয়ে রবিবার কর্মবিরতিতে নেমেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালের কর্মীরা ৷ স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েন করোনা ভ্যাকসিন নিতে আসা মানুষজন ৷ ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকায় হাসপাতাল চত্বরে ছড়ায় উত্তেজনা ৷ এমনকি জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ বিক্ষোভকারীদের সঙ্গে সামিল হন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন ৷
রবিবার সকাল থেকে শতাধিক পুরুষ ও মহিলা স্লিপ নিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য রশিদপুর গ্রামীণ হাসপাতালের বাইরে প্রতীক্ষা করেছিলেন ৷ বেলা 11টা নাগাদ তাঁরা জানতে পারেন, ভ্যাকসিন দেওয়া হবে না । দীর্ঘ প্রতীক্ষার পর বেলা 1টা নাগাদ শতাধিক পুরুষ ও মহিলা বাধ্য হয়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন । অবরোধের জেরে যানজট শুরু হয় ৷ পথ অবরোধের সামিল হন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন ৷ ঘটনাস্থলে আসে বংশীহারী থানার পুলিশ । উপস্থিত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, বংশিহারি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদেষ্ণা পাল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ অন্যান্যরা ।