বালুরঘাট, 25 মে : আজ ভোরে হঠাৎই স্ত্রী, মা, মেয়েকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । এমন কী, সকলকে কোপানোর পর নিজের শরীরের একাধিক জায়গায় কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । ঘটনায় জখম চারজনকেই ভরতি করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে । অভিযুক্ত ব্যক্তির নাম মন্টু বর্মণ । পেশায় কৃষক । বাড়ি বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রাম এলাকায় । প্রাথমিক চিকিৎসার পর অভিযুক্তের মা শেফালি বর্মণকে ছেড়ে দেন চিকিৎসকরা । স্ত্রী দীপ্তি বর্মণ, মেয়ে মৌ বর্মণ এবং অভিযুক্ত মন্টু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নার্ভের সমস্যা থাকায় এর আগেও বেশ কয়েকবার মানসিক অবসাদে ভুগছিলেন । দু'বার চিকিৎসা করিয়ে সুস্থও হয় । আজ ভোরে ফের নার্ভের সমস্যা শুরু হয় । দীপ্তির বাবার বাড়ির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কী কারণে মন্টু তাঁর স্ত্রী, মা ও মেয়েকে কোপানোর পর নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।