পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 মাস আগে বিয়ে, যুবতিকে খুনে অভিযুক্ত স্বামী - তপন থানা

দশ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোলা এলাকার অসিত বর্মণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতির । তিন মাস আগে তাঁদের বিয়ে হয় ।

after three months of marriage a young woman murdered

By

Published : Sep 23, 2020, 11:09 PM IST

তপন, 23 সেপ্টেম্বর : বিয়ের তিন মাসের মধ্যে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীসহ পরিবারের অন্যদের বিরুদ্ধে । মৃতার নাম মানবী বর্মণ(19) । গতরাতে ঘটনাটি ঘটে তপন থানার দশ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোলা এলাকায় । খবর পেয়ে আজ তপন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় । এদিকে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী অসিত বর্মণকে গ্রেপ্তার করা হয় । পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, তপন থানার দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের বোয়ালিক্ষেত্র এলাকার মানবী বর্মণের সঙ্গে দশ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোলা এলাকার অসিত বর্মণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল । তিন মাস আগে তাঁদের বিয়ে হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই ওই বর্মণ দম্পতির মধ্যে বচসা লেগেই থাকত । নানা কারণে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করত যুবতিকে । গতরাতে হঠাৎই অসিত বর্মণ তাঁর স্ত্রীর বাবা মাকে ফোন করে জানায় যে তাঁদের মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মৃতার পরিবারের লোকেরা। মৃতদেহ দেখার পরে সন্দেহ হয় তাদের ।

অসিত বর্মণকে জিজ্ঞাসাবাদ করলে জানায় তাঁদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । জামাইয়ের কথায় সন্দেহ হয় । মৃতার পরিবারের পক্ষ থেকে তপন থানায় অসিত বর্মণ-সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগ পেতেই আজ অভিযুক্ত স্বামী অসিত বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ । তবে তাঁর মা-বাবা পলাতক । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় ।

মৃতার দাদা শ্যাম সুন্দর বর্মণ বলেন, মাস তিনেক আগে তাঁর বোনের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানারকম ঝামেলা লেগেই থাকত । গতকাল খবর পান তাঁর বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে । খবর পেয়ে ঘটনাস্থানে যান তাঁরা । জিজ্ঞাসাবাদ করলে অসিত বর্মণ বলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । তাঁর বোনকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁদের । অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

এবিষয়ে তপন থানার OC সৎকার সাংবো জানান, অভিযোগ পেয়ে অসিত বর্মণকে গ্রেপ্তার করেছেন তাঁরা । বাকিদের খোঁজে তল্লাশি চলছে । মৃত্যুর কারণ কী তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানাতে পারবেন।

ABOUT THE AUTHOR

...view details