পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়ের অন্নপ্রাশন বাতিল করে দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ বালুরঘাটের দম্পতির

লকডাউনের কারণে কাজ বন্ধ বহু মানুষের । খাদ্য সংকটে পড়ছেন তাঁরা । তাঁদের সাহায্যার্থে এগিয়ে আসছেন অনেকে । এবার বালুরঘাটের দম্পতি মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান বাতিল করে সেই টাকায় দুস্থ মানুষদের মধ্য়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ।

aa
মেয়ে

By

Published : Apr 28, 2020, 9:44 AM IST

বালুরঘাট, 28 এপ্রিল: লকডাউনের ফলে অনেকেই দু'বেলা দু'মুঠো ঠিক করে খেতে পাচ্ছেন না । কারণ কাজ বন্ধ । হাতে নেই টাকা । সেই সব মানুষের সাহায্যার্থে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে অনেককে । এবার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান বাতিল করে সেই টাকা দিয়ে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বালুরঘাটের এক দম্পতি । গতকাল সব মিলিয়ে প্রায় 100 জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা ।

বালুরঘাট ডানলোপ মোড় এলাকার বাসিন্দা তন্ময় দত্ত। পেশায় স্বর্ণ ব্যবসায়ী । স্ত্রী রম্বানী দত্ত । গতকাল তাঁদের একমাত্র মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল । সেইমতো সবরকম ব্যবস্থা করেছিলেন তন্ময়বাবু । কিন্তু লকডাউনে সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন দত্ত দম্পতি । স্থির করেন, অনুষ্ঠানের টাকায় অসহায় মানুষদের সাহায্য করবেন । সেইমতো শুধুমাত্র রীতি মেনে বাড়িতে পুজো করে, নামমাত্র আয়োজনে সেরে নেওয়া হয় মেয়ের মুখে ভাত । এরপর দুস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করতে বেরিয়ে পড়েন তন্ময় ও রম্বানী । সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রত্যকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা ।

দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে

গতকাল ডানলোপ মোড় এলাকায় 100 জন অসহায় মানুষের হাতে সামগ্রী তুলে দেন । ছিল চাল, ডাল, নুন, তেল, সাবানের মতো অত্যাবশ্যকীয় পণ্য । রম্বানী দত্ত বলেন, " এখন অনেক মানুষের অবস্থা খুবই খারাপ । কাজ বন্ধ থাকায় খাবার জোটাতে পারছেন না । তাই মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান বাতিল করে সেই টাকায় দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিই । কারণ এই সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে । মুখে ভাতের অনুষ্ঠান বাড়িতে পুজো করা হয়েছে । এরপরেও আরও কিছু সামাজিক কাজ করার ইচ্ছা আছে ।"

ABOUT THE AUTHOR

...view details