পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gangarampur Sub Divisional Court: দু'যুগ পর নতুন ভবন পেল গঙ্গারামপুর মহকুমা আদালত - প্রধান বিচারপতি

নতুন ভবন পেল গঙ্গারামপুর মহকুমা আদালত (Gangarampur Sub Divisional Court) ৷ নতুন ভবনের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Shrivastava) । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, সরকারি আইনজীবী থেকে বিচারকরা ৷

Gangarampur court
গঙ্গারামপুর মহকুমা আদালত

By

Published : Jan 11, 2023, 7:50 PM IST

গঙ্গারামপুর মহকুমা আদালতের নতুন ভবন

বংশীহারি, 11 জানুয়ারি: 24 বছর ভাড়া বাড়িতে থাকার পর অবশেষে গঙ্গারামপুর মহকুমা আদালত (Gangarampur Sub Divisional Court) নতুন ভবন পেল । বুধবার সকালে কলকাতা থেকে ভার্চুয়ালভাবে আদালতের নতুন ভবনের উদ্বোধন করলেন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি (Chief Justice) প্রকাশ শ্রীবাস্তব (Prakash Shrivastava) । এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ।

বেশ কয়েকদিন আগে থেকেই ভাড়া বাড়ি পুরনো আদালত ভবন থেকে সমস্ত আসবাবপত্র ও নথিপত্র স্থানান্তরের কাজ শুরু হয়ে গিয়েছিল । বিগত 1998 সালে 21 সেপ্টেম্বর বুনিয়াদপুরে কালিয়াগঞ্জ রোডে গঙ্গারামপুর মহকুমা আদালতের কাজ ভাড়া বাড়িতে শুরু হয় । অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জাজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস দফতর দিয়ে আদালতের কাজ চালু হয় । দীর্ঘদিন থেকে ভাড়াবাড়ির বেহাল দশা হওয়ার কারণে ও উপযুক্ত পরিবেশ না থাকায় আদালত ভবনের উলটো দিকে সরকারি জমিতে বড় পরিসরে তৈরি হয় নতুন আদালত ভবন । দীর্ঘ প্রতীক্ষার পর নতুন আদালত ভবন চালু হওয়ায় খুশি মহকুমাবাসী-সহ বিচার প্রার্থীরা (Gangarampur Sub Divisional Court gets new building) ।

24 বছর পর নতুন ভবন পেল গঙ্গারামপুর মহকুমা আদালত

গঙ্গারামপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার প্রতুল মৈত্র বলেন, "বুধবার আদালতের নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধন হয়েছে । এখন থেকে এই ভবন দিয়েই আদালতের সমস্ত কাজ হবে । কলকাতা থেকে বুধবার বেলা দশটায় ভার্চুয়াল উদ্বোধন জায়েন্ট স্ক্রিনে দেখানো হয় । মহকুমা আদালতের নতুন ভবনের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি । গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি। জেলা ও মহকুমা স্তরের গভর্মেন্ট প্লিডার ও পাবলিক প্রসিকিউটাররা ।"

আরও পড়ুন:বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট! স্তম্ভিত প্রধান বিচারপতি

এছাড়া উপস্থিত ছিল দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে-সহ আরও অন্যান্যরা । ভার্চুয়াল উদ্বোধনের পর বক্তব্য রাখেন বিচারপতিরা । গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মানবেশ রায় বলেন, "আমরা দীর্ঘদিনের আন্দোলনের সুফল পেলাম আজকে । বুধবার নতুন ভবনের উদ্বোধনের পর আমরা প্রত্যেকেই খুব খুশি ।"

ABOUT THE AUTHOR

...view details