পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইটভাটায় আটকে থাকা বিহারের 76 শ্রমিককে ফেরানো হল বাড়িতে - migrant workers

আজ বিকেলে বালুরঘাট রঘুনাথপুর এলাকা থেকে দুটি বাসে করে বিহারের 76 জন শ্রমিককে বাড়ি পাঠানো হয়। এদিকে বাসে ওঠার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়।

migrant workers
পরিযায়ী শ্রমিক

By

Published : May 15, 2020, 1:17 AM IST


বালুরঘাট, 14 মে: লকডাউনের জন্য বালুরঘাটের একাধিক ইটভাটায় আটকে পড়েছিল বিহার থেকে আসা 76 জন শ্রমিক। কাজ বন্ধ থাকায় অর্থ উপার্জন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই অবস্থায় বাড়ি ফিরতে চেয়ে স্থানীয় ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা । অবশেষে তাঁদের বাড়ি পাঠানো হল ।

আজ বিকেলে বালুরঘাট রঘুনাথপুর এলাকা থেকে দুটি বাসে করে বিহারের 76 জন পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠানো হয়। এদিকে বাসে ওঠার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়।


দীর্ঘদিন ধরেই বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ইটভাটায় কাজ করেন বিহারের সমস্তিপুর এলাকার শ্রমিকরা । মূলত ইটভাটায় শ্রমিকের কাজ করেন তাঁরা । গত 15-20 দিন ধরে ইটভাটায় কাজ পুরোপুরি বন্ধ । একদিকে লকডাউন বেড়েই চলা, অন্যদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে বালুরঘাট ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন শ্রমিকরা। অবশেষে পুলিশ প্রশাসনের ও স্বাস্থ্য দপ্তরের অনুমতি নেওয়ার পর তাঁদের আজ বিকেলে দুটি বাসে করে বাড়ি পাঠানো হয়।


তৃণমূল নেতা অরূপ সরকার জানান, একাধিক ইটভাটাতে আটকে থাকা 76 জন শ্রমিককে বাড়ি পাঠানো হল। তৃণমূলের পক্ষ থেকে তাঁদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়।

বালুরঘাটের BDO অনুজ শিকদার জানান, মোট 76 জন বিহারের সমস্তিপুরের শ্রমিক বালুরঘাটের একাধিক ইটভাটায় কাজ করতে এসেছিলেন। লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আটকে পড়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরকে সবরকম সহযোগিতা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details