পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় মৃতদেহ সৎকারে খিদিরপুর শ্মশান পরিদর্শন প্রশাসনের - করোনা আক্রান্তের দেহ সৎকারের জন্য খিদিরপুর শ্মশান পরিদর্শন প্রশাসনের

রাজ্য সরকার নির্দেশ দিয়েছে করোনা সংক্রমণে মৃত ব্যক্তিদের দেহ নিজ নিজ এলাকায় সৎকার করতে হবে । এই নির্দেশের পর অতিরিক্ত জেলাশাসক জিতিন যাদব এবং বালুরঘাট মহকুমা শাসক সুমন দাশগুপ্ত আজ বালুরঘাটের খিদিরপুর মহাশ্মশান পরিদর্শনে যান ।

খিদিরপুর শ্মশান পরিদর্শন প্রশাসনের
খিদিরপুর শ্মশান পরিদর্শন প্রশাসনের

By

Published : May 16, 2021, 8:54 PM IST

বালুরঘাট, 16 মে : দিনদিন বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৷ অপ্রতুল হয়ে পড়ছে শ্মশানের ৷ তাই কোভিড সংক্রমণে মৃতদেহের সৎকারের উদ্দেশ্যে বালুরঘাটের খিদিরপুর শ্মশান পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর অতিরিক্ত জেলাশাসক এবং বালুরঘাট মহকুমা শাসক ।

স্থানীয় বাসিন্দাদের বাধায় দীর্ঘদিন ধরেই বালুরঘাট খিদিরপুর মহাশ্মশানে করোনা মৃত রোগীদের সৎকার বন্ধ রয়েছে । বালুরঘাট খিদিরপুর মহাশ্মশানে দু‘টি ইলেকট্রিক চুল্লি থাকা সত্ত্বেও এতদিন প্রশাসনকে বালুরঘাটের করোনা মৃতদেহ গঙ্গারামপুরে সৎকারের জন্য নিয়ে যেতে হত । এদিকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে করোনা সংক্রমণে মৃত ব্যক্তিদের দেহ নিজ নিজ এলাকায় সৎকার করতে হবে । এই নির্দেশের পর অতিরিক্ত জেলাশাসক জিতিন যাদব এবং বালুরঘাট মহকুমা শাসক সুমন দাশগুপ্ত আজ বালুরঘাটের খিদিরপুর মহাশ্মশান পরিদর্শনে যান ।

আরও পড়ুন :কিছুটা স্বস্তি, পরপর দু’দিন নামল করোনা আক্রান্তের গ্রাফ


বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব কমল দাস প্রশাসনের কাজকে সমর্থন করে জানান, প্রশাসন ঠিক কাজই করছে । এলাকার বাসিন্দাদের বাধা দেওয়া তিনি সমর্থন করেন না । কারণ, মৃতদেহ সংক্রমণ ছড়ায় না।

ABOUT THE AUTHOR

...view details