কুশমণ্ডি, 30 অগস্ট: স্ত্রীকে খুনের অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কুশমণ্ডি ব্লকের 7 নম্বর কালিকামরা পঞ্চায়েতের ফারাসপুর গ্রামে (Accusation of Murdering Wife Against Drunken Husband)। বাবার এমন আচরণে সরাসরি অভিযোগ তুলেছেন বড় ছেলে । মৃতার নাম সানোয়ারা খাতুন (40) ৷ এ নিয়ে থানায় অভযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মাজিরুল ইসলাম (48) ।
জানা গিয়েছে, মদ খাওয়া নিয়ে প্রায়ই ঝামেলা লেগে থাকত স্ত্রী সানোয়ারা খাতুন ও মাজিরুল ইসলামের মধ্যে ৷ মাজিরুলের এমন আচরণে প্রতিবাদ করতেন স্ত্রী সানোয়ারা খাতুন (40) । শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রী সানোয়ারার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মাজিরুল । প্রথমে কিল-চড় মেরে শান্তি না হওয়ায় পরে ধারালো লোহার কোনও বস্তু দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে মাজিরুল । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সানোয়ারা খাতুন ।
আরও পড়ুন:স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে 3 কোটির প্রতারণা, রাজস্থান থেকে ধৃত যুবক
তড়িঘড়ি তাদের বড় ছেলে আমিরুল মাকে প্রথমে কুশমন্ডি হাসপাতালে ভর্তি করেন । সেখান থেকে রাতেই নিয়ে যান গঙ্গারামপুর মহাকুমা হাসপাতালে । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন গঙ্গারামপুর মহাকুমা হাসপাতালেই । ফের রবিবার দুপুরে সানোয়ারার অবস্থা আশঙ্কাজনক হতে শুরু করে ৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয় ওই হাসপাতাল থেকে স্থানান্তরিত করার জন্য ৷ মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যান আমিরুল। কিন্তু শেষরক্ষা হয়নি । রবিবার দুপুর একটা নাগাদ মারা যান সানোয়ারা । মালদা জেলা হাসপাতালে ময়নাতদন্তের সোমবার বিকেলে দেহ ফারাসপুর গ্রামে নিয়ে যাওয়া হয় ।
মৃতের ছেলে আমিরুল ইসলাম বলেন, "বাবা মাজিরুল ইসলাম মাকে খুন করেছে । বহুদিন বাবাকে মদ খেতে বারণ করা নিয়ে ঝামেলা হত মায়ের সঙ্গে । এর আগে অনেকবার এরকম অশান্তি হয়েছে ৷ কিন্তু মাকে যে বাবা মেরে ফেলবে তা ভাবতে পারছিনা ।" এদিন থানায় লিখিত অভিযোগ করেন মৃত সানোয়ারা খাতুনের ভাই খাদেমুল ইসলাম । কুশমন্ডি থানার আইসি তপন পাল জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।