পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-ABVP বচসা, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ ABVP-র - chaos

পার্থেনিয়াম পরিষ্কার নিয়ে তৃণমূলের সঙ্গে ABVP-র বচসা । প্রতিবাদে রাস্তা অবরোধ ABVP ।

পথ অবরোধ

By

Published : Jul 10, 2019, 1:32 PM IST

বংশীহারি, 10 জুলাই : বিষাক্ত পার্থেনিয়াম সাফাই নিয়ে তৃণমূল ও ABVP-র সদস্যদের মধ্যে বচসা । অভিযোগ, বচসা চলাকালীন ABVP-র মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে তৃণমূল সদস্যরা । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কলেজের ঘটনা । প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র ছাত্র সংগঠন ABVP ।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজের ABVP-র সদস্যরা বুনিয়াদপুর চৌপথী থেকে সমর্থকরা মিছিল করে । তারপর কলেজের রাস্তায় গজিয়ে ওঠা পার্থেনিয়াম উপড়ে ফেলার কাজ শুরু করে তারা । অভিযোগ, সেইসময় তাদের বাধা দেয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । ABVP-র অভিযোগ, বচসা চলাকালীন মহিলা সদস্যদের শারীরিক নিগ্রহ করে তৃণমূলের সদস্যরা । শুধু তাই নয়, ABVP-র মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন ।

এই ঘটনার প্রতিবাদে এক ঘণ্টা বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ABVP ছাত্র সংগঠন । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে বংশীহারি থানার IC-র আশ্বাসে অবরোধ তোলেন অবরোধকারীরা ।

বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনিমা দত্ত বলেন, "আমরা কলেজে পার্থেনিয়াম সাফাই করার তারিখ ঠিক করেছি । সেখানে রাজনীতি করার দরকার কি ? বুনিয়াদপুরের অন্যান্য জায়গায় যা পার্থেনিয়াম আছে তা পরিষ্কার করুক । কলেজের পার্থেনিয়াম নির্ধারিত দিনে কলেজের পড়ুয়ারা পরিষ্কার করবে ।"

ABVP ছাত্র সংগঠনের সভাপতি হিমাংশু মাহাত বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা পুলিশের সামনে হামলা চালায় । এর প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি । তৃণমূল ও কলেজ ঠিক করে দেবে আমরা কোথাকার পার্থেনিয়াম পরিষ্কার করব ? কলেজে নগর রাজনীতি আমরা মানব না । আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছি ।"

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল বলেন, "ABVP আমাদের কলেজের নিয়ম না মেনে কলেজের সামনে পার্থেনিয়াম পরিষ্কার করতে এসেছিল । আমরা কথা বলতে গিয়েছিলাম । তখন তারা আমাদের গালিগালাজ করে। আমরা কারও উপর হামলা করিনি । ''

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details