পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস পুনর্বিন্যাস সহ একাধিক দাবিতে ডেপুটেশন ABTA-র - এবিটিএ

আজ সংগঠনের কর্মীরা সামাজিক দূরত্ব মেনে DI- এর কাছে ডেপুটেশন দেন । ডেপুটেশনের আগে বালুরঘাট হাসপাতাল মোড় ও রঘুনাথপুর এলাকায় ABTA-র পক্ষ থেকে মিছিল করা হয় ।

ABTA

By

Published : Sep 8, 2020, 8:50 PM IST

Updated : Sep 8, 2020, 9:01 PM IST

বালুরঘাট, 8 সেপ্টেম্বর : চলতি বছরে বেতন পরিকাঠামো বাড়লেও অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মীরা ন্যায্য বেতন পাচ্ছেন না । এর জন পেনশন রিভিশন সহ মোট 18 দফা দাবিতে মঙ্গলবার ABTA-র পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) কাছে ডেপুটেশন দেওয়া হয় ।

আজ এই সংগঠনের কর্মীরা সামাজিক দূরত্ব মেনে DI- এর কাছে ডেপুটেশন দেন । তার আগে বালুরঘাট হাসপাতাল মোড় ও রঘুনাথপুর এলাকায় মিছিলও করা হয় । ছিলেন ABTA-র জেলা সম্পাদক কল্যাণ দাস সহ অন্যরা ।

কোরোনা পরিস্থিতিতে পড়াশোনায় পিছিয়ে পড়েছে পড়ুয়ারা । ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে । এই পরিস্থিতিতে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসের পুনর্বিন্যাস প্রয়োজন । তা না হলে পড়ুয়াদের মধ্যে এর প্রভাব পড়বে । সঠিক সময় সিলেবাস শেষ করা মুশকিল । এছাড়াও বেতন পরিকাঠামো বাড়লেও অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা সেই বেতন পাচ্ছেন না । তাই পেনশন পরিকাঠামো ঠিক করার জন্য রিভিশনের প্রয়োজন । এই সব বিষয় নিয়ে বালুরঘাট জেলা স্কুল পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটশন দিল বামপন্থী শিক্ষক সংগঠন ABTA ।

এই বিষয়ে ABTA-র জেলা সম্পাদক কল্যাণ দাস বলেন, “2020 সালের জানুয়ারি থেকে বেতনক্রম সংশোধিত হয়েছে । কিন্তু 2016 থেকে 2020 পর্যন্ত যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী অবসর নিয়েছেন তাঁরা বর্ধিত পেনশন পাননি । পাশাপাশি লকডাউনের ফলে DI অফিসগুলো প্রায় বন্ধ । ফলে প্রতি মুহূর্তে শিক্ষক, শিক্ষাকর্মীদের হয়রানির মধ্যে পড়তে হচ্ছে । মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সিলেবাস কমানো হবে কি না সে বিষয়ে রাজ্য সরকার কোনও ধরনের নির্দেশিকা দিচ্ছে না । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি এবং রাজ্য সরকারের শিক্ষা পরিচালনার প্রতিবাদে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের তৈরি হয়েছে । সেই কারণে আমাদের আন্দোলন কর্মসূচি জারি থাকবে ।”

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) মৃণ্ময় ঘোষ ।

Last Updated : Sep 8, 2020, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details