পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Drowned at Balurghat: আত্রেয়ী নদীতে দুর্ঘটনা ! স্নান করতে নেমে মৃত্যু যুবকের - প্রশাসনিক নিষেধাজ্ঞা

প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু যুবকের ৷ কোনওরকমে প্রাণে রক্ষা পেলেন আরও এক যুবক।

Youth Drowned at Balurghat
জলে ডুবে মৃত্যু এক যুবকের

By

Published : Jul 31, 2023, 7:07 AM IST

Updated : Jul 31, 2023, 7:35 AM IST

প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাণ গেল যুবকের

বালুরঘাট, 31 জুলাই:আত্রেয়ী নদীর জলে তলিয়ে যুবকের মৃত্যু ৷ অল্পের জন্য রক্ষা পেলেন আরও একজন ৷ রবিবার দুপুরে দুই বন্ধু একসঙ্গে স্নান করতে নামেন আত্রেয়ী নদীতে। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তাঁরা স্নান করতে গেলে জলের স্রোতে তলিয়ে যান একজন। বালুরঘাটের চকভবানী এলাকার আত্রেয়ী নদীর চেকড্যাম সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। প্রশাসনের প্রাথমিক অনুমান, ড্যাম সংলগ্ন এলাকায় আত্রেয়ী নদীর জলের স্রোত বেশি থাকায় সাঁতার জানা সত্ত্বেও ডুবে যান ওই যুবক ৷

স্থানীয় সূত্রে খবর, আত্রেয়ী নদীতে স্নান করতে আসা দুই যুবকের নাম সৌরভ আগরওয়াল (26) ও হৃতেশ শর্মা (26)। জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় হৃতেশের। আহত অবস্থায় বর্তমানে বালুরঘাট সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ওই দুই যুবকেরই বাড়ি বালুরঘাট পৌর এলাকার 19 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, জলের স্রোতে চেকড্যামে ধাক্কা খেয়ে চোট পান সৌরভ। রক্তাক্ত অবস্থায় জলে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরও ভাগ্যক্রমে উঠে আসতে সক্ষম হন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় বালুরঘাট সদর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন:যমুনার জলে ভাসছে দিল্লি, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি কেজরিওয়ালের

অন্যদিকে, হৃতেশ তলিয়ে গেলে মৎসজীবীরা জালের সাহায্যে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা ওই দুই যুবকের পেট থেকে জল বের করে বাঁচানোর চেষ্টা করেন ৷ তারপর তাঁদের হাসপাতালে নিয়ে যান। বালুরঘাট সদর হাসপাতালের চিকিৎসকরা দুই যুবকের মধ্যে হৃতেশকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, নদীর জলস্রোত বেড়ে যাওয়ার কারণে প্রশাসনের তরফে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ প্রাণহানি রুখতে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছে পুলিশ প্রশাসন। এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েনও করা হয়। কিন্তু প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েও নদীতে স্নান করতে নামেন এলাকার মানুষ। আর তার মর্মান্তিক পরিণাম দেখা গেল রবিবার।

আরও পড়ুন:ভুটানের বৃষ্টির জলে ভাসছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ, চিন্তিত মুখ্যমন্ত্রী

Last Updated : Jul 31, 2023, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details