পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবার পরিবর্তে ডিউটি করে এসে আত্মঘাতী যুবক - A youth commits suicide

বিশালের পিসি মীরা বাঁসফোর জানান, তাঁর দাদা অসুস্থ থাকায় গতকালই দাদা বৌদি চিকিৎসার জন্য রায়গঞ্জ যায় । গতকাল রাতে হাসপাতালে দাদার ডিউটি করেছে তাঁর ভাইপো । আজ সকালে রান্না ঘরে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ।

suicide news
suicide news

By

Published : Sep 14, 2020, 4:05 PM IST

বালুরঘাট, 14 সেপ্টেম্বর : কাজ থেকে ফিরে বালুরঘাট হাসপাতালে সাফাই কর্মীদের আবাসনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক । মৃত ওই যুবকের নাম বিশাল বাঁসফোর(১৯)। আজ সকালে নিজেদের আবাসনের রান্নাঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ । পরে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

বিশাল বাঁসফোরের বাবা সন্তোষ বাঁসফোর । পেশায় হাসপাতালের সাফাই কর্মী । জানা গেছে, সন্তোষবাবু অসুস্থ ছিলেন । গতকাল বিশালের মা চিকিৎসার জন্য তাঁকে রায়গঞ্জে নিয়ে যান । তাই গতকাল রাতে জেলা হাসপাতালে বিশাল তাঁর বাবার পরিবর্তে ডিউটি করে । রাতে পিকনিকও করে সে । ডিউটি শেষ করে আজ ভোর সকালেই বাড়ি ফেরে বিশাল । এসেই বাথরুমে গিয়ে স্নান করে । এরপর সে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় । সকালে পরিবারের অন্যান্য সদস্যরা বিশালের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয় ।

এবিষয়ে বিশালের পিসি মীরা বাঁসফোর জানান, তাঁর দাদা অসুস্থ থাকায় গতকালই দাদা বৌদি চিকিৎসার জন্য রায়গঞ্জ যায় । গতকাল রাতে হাসপাতালে দাদার ডিউটি করেছে তাঁর ভাইপো। আজ সকালে রান্না ঘরে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় অন্যরা । তবে কী কারণে সে আত্মঘাতী হল তা তাঁরা বুঝতে পারছেন না । যেহেতু তাঁর ভাইপো চাপা স্বভাবের ছিল, সমস্যার কথা মুখ ফুটে তাঁদের বলত না । এর ফলে আরোই বুঝতে পারছেন না কী এমন হয়েছিল যে আত্মঘাতী হল সে ।

কী কারণে ওই যুবক আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details