পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেট্রল পাম্পে সিলন্ডার বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের - দৌলতপুর পেট্রোল পাম্প

Cylinder Blast: সিলিন্ডার বিস্ফোরণে মত এক শ্রমিক ৷ আগুন নেভানোর কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস (কার্বন ডাই অক্সাইড) ভরার সময়েই দুর্ঘটনা ঘটেছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 11:01 AM IST

বংশীহারী, 5 ডিসেম্বর:আগুন নেভানোর কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস (কার্বন ডাই অক্সাইড) ভরতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের । ঘটনাটি সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের দৌলতপুর পেট্রোল পাম্প এলাকার খবর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বংশীহারী থানার পুলিশ বাহিনী । শ্রমিকের দেহ উদ্ধারের পাশাপাশি মালিকের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে জেলা পুলিশ প্রশাসন । মৃতের নাম শ্যামল দে (55) ৷ বর্ধমানের রথ তলা এলাকার বাসিন্দা ।

জানা গিয়েছে, ওই শ্রমিক সোমবার রাতে দৌলতপুর পেট্রোল পাম্পে এসে ছিলেন গ্যাস ভরতে ৷ সেই সময় ভরতি সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় ওই শ্রমিকের । বিস্ফোরণের খবর শুনেই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয়লোকজন ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় আসে বংশীহারী থানার পুলিশ বাহিনী, অ্যাডিশনাল এসপি ডেনডুপ শেরপা, গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, বংশীহারী থানার আইসি মনজিৎ সরকার-সহ প্রচুর পুলিশ । মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পাম্প মালিকের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে জেলা পুলিশ প্রশাসন ।

এই প্রসঙ্গেই পাম্পে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী চৌকত আলী জানান, দৌলতপুর পেট্রোল পাম্পে এক ব্যক্তি সিলিন্ডারে গ্যাস ভর্তি করতে এসেছিলেন ৷ হঠাৎই সেটির বিস্ফোরণ ঘটে ৷ দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর । স্থানীয়রাই বংশীহারী থানার পুলিশকে খবর দেন ৷ পুলিশের মৃতদেহ উদ্ধারের পর সেটি ময়না তদন্তে পাঠায় ৷ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করছে।

ঘটনা প্রসঙ্গেই, গঙ্গারামপুরের অ্যাডিশনাল এসপি ডেনডুপ শেরপা বলেন, "এক শ্রমিক দৌলতপুর এলাকায় গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরতে এসেছিল ৷ সেই সময়েই সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে ৷ মৃত শ্রমিকের বাড়ি বর্ধমান জেলার রথ তলা এলাকায়। আমরা মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পাম্পের মালিকের সমস্ত কাগজপত্র দিয়ে দেখে পূর্ণ তদন্ত করছি ।"

ABOUT THE AUTHOR

...view details