পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Balurghat : নিষিদ্ধ আতশবাজি ফাটানোর প্রতিবাদ, বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মহিলা আইনজীবীও - Balurghat

বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল রাতে হাসপাতাল থেকে ছাড়া পান ওই মহিলা আইনজীবী । এর পরই বালুরঘাট থানায় মোট আটজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা ।

Balurghat
Balurghat

By

Published : Oct 17, 2021, 10:18 PM IST

বালুরঘাট, 17 অক্টোবর : দশমীর রাতে বাড়ির সামনে নিষিদ্ধ আতশবাজি ফাটানোর প্রতিবাদ করায় বালুরঘাটের এক মহিলা আইনজীবী ও তাঁর বাবাকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে । গতকাল রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা ।

আরও পড়ুন : Kerala Flood Situation: হড়পা বান, জায়গায় জায়গায় ধস, বানভাসি কেরালায় মৃত বেড়ে 15

জানা গিয়েছে, দশমীর রাতে বালুরঘাট শহরের উত্তর চকভবানী এলাকার একটি ক্লাবের সদস্যরা বালুরঘাট জেলা আদালতের এক মহিলা আইনজীবী বাড়ির সামনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ আতশবাজি ফাটায় । বারবার এনিয়ে ক্লাব কর্তৃপক্ষকে নিষেধ করলেও তারা কোন কথা শোনেনি বলে অভিযোগ আইনজীবীর পরিবারের তরফে । নিষেধ করা হলে কিছুক্ষণ অন্য দিকে বাজি ফাটিয়ে ফের তাঁদের বাড়ির সামনে বাজি ফাটাতে থাকে ক্লাবের সদস্যরা । রাত সাড়ে এগারোটার পর ফের নাগাড়ে তাঁদের বাড়ির সামনে নিষিদ্ধ আতশবাজি ফাটানো হয় । সে সময় ওই মহিলা আইনজীবীর বাবা প্রতিবাদ করেন ।

আরও পড়ুন : Durga Puja-Crime : বিসর্জনের পরে বেনাচিতির পুজো মণ্ডপে বোমাবাজি, এলাকায় পুলিশ পিকেটিং

প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে স্থানীয় ক্লাব সদস্যরা মহিলা আইনজীবীর বাবাকে মারধর করতে শুরু করে । বিষয়টি নজরে আসতেই মহিলা আইনজীবী এবং তাঁর দিদি বাবাকে বাঁচাতে গেলে তাঁকেও রাস্তায় ফেলে মারধর করা হয় এবং টানতে টানতে নিয়ে যাওয়া হয় । ঘটনায় ওই মহিলা আইনজীবী ও তাঁর বাবা জখম হন । বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে বাবা ও মেয়ে ভর্তি থাকার পর গতকাল রাতে হাসপাতাল থেকে ছাড়া পান ওই মহিলা আইনজীবী । এর পরই বালুরঘাট থানায় মোট আটজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা । অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details