পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুর থানায় বসানো হল ঘোড়সওয়ার নেতাজির মূর্তি

গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বৃহস্পতিবার । মালদা জেলার হাবিবপুর এলাকার যুবক প্রশান্ত মণ্ডল ও তাঁর দু’জন সহকর্মী প্রায় ছ’মাসের চেষ্টায় গঙ্গারামপুর থানার কাছে নেতাজির মূর্তিটি তৈরি করেন ।

A statue of Netaji on horseback was installed near Gangarampur police station
গঙ্গারামপুর থানায় বসানো হল ঘোড়সওয়ার নেতাজির মূর্তি

By

Published : May 7, 2021, 9:29 PM IST

গঙ্গারামপুর, 7 মে : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায় স্থাপিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি । নেতাজি মূর্তি ফলক উন্মোচন করলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত । মূলত, আইসি পূর্ণেন্দুকুমার কুণ্ডুর উদ্যোগে গঙ্গারামপুর থানার সৌন্দর্যায়নের জন্য এই মূর্তি স্থাপন করা হয় । মালদা জেলার হবিবপুরের শিল্পী প্রশান্ত মণ্ডল দু’জন সহকারী নিয়ে আনুমানিক ছ'মাস ধরে ঘোড়সওয়ার নেতাজির পূর্ণ অবয়ব মূর্তি তৈরি করেন । থানার পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয় । তবে মূর্তি উন্মোচনের সময় করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি মানা হয়নি বলে অভিযোগ ।

গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বৃহস্পতিবার । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা, মহকুমা পুলিশ আধিকারিক দীপকুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দুকুমার কুণ্ডু, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, গঙ্গারামপুর থানার ট্রাফিক ওসি মনোরঞ্জন মুরারী ও স্থানীয়রা ।

আরও পড়ুন : গঙ্গারামপুরে রেল স্টেশনের উন্নতিকরণ

মালদা জেলার হাবিবপুর এলাকার যুবক প্রশান্ত মণ্ডল ও তাঁর দু’জন সহকর্মী প্রায় ছ’মাসের চেষ্টায় গঙ্গারামপুর থানার কাছে নেতাজির মূর্তিটি তৈরি করেন । গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগেই মূর্তি বসল । তবে নেতাজির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে মানা হয়নি সামাজিক দূরত্ববিধি । সেই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

ABOUT THE AUTHOR

...view details