পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের - তপনে মৃতদেহ উদ্ধার

জানা গিয়েছে, প্রদীপ বর্মণ পেশায় কৃষক ছিলেন ৷ ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার চলত তাঁর ৷ প্রতিবেশী দীপক বর্মণের স্ত্রী প্রদীপবাবুদের ক্ষেতে শৌচকর্ম করতে যান ৷

Tapan
তপন

By

Published : Nov 15, 2020, 11:03 PM IST

তপন, 15 নভেম্বর : গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ ৷ দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকার ঘটনা ৷ মৃতের নাম প্রদীপ বর্মণ (55) ৷ বাড়ি তপনের রামপুর কৃষ্ণহাটি এলাকায় ৷ পরিবারের অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে ৷

জানা গিয়েছে, প্রদীপ বর্মণ পেশায় কৃষক ছিলেন ৷ ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার চলত তাঁর ৷ প্রতিবেশী দীপক বর্মণের স্ত্রী প্রদীপবাবুদের ক্ষেতে শৌচকর্ম করতে যান ৷ বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন প্রদীপবাবু ৷ অভিযোগ, তখনই প্রদীপবাবুর বিরুদ্ধে অশালীন আচরণ করার অভিযোগ তোলে দীপক বর্মণের স্ত্রী ৷ এমনকি তাঁর গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ ৷ এখানেই শেষ নয়, প্রদীপবাবুর স্ত্রী, ছেলে ও বোনকেও মারধর করার অভিযোগ ওঠে ৷ জানা গিয়েছে, এই ঘটনার বেশ কিছুক্ষণ পরেই একটি ঘর থেকে প্রদীপবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের স্ত্রী ও পরিবারের লোকেদের দাবি, আত্মহত্যা করতে পারেন না প্রদীপবাবু ৷ তাঁদের দাবি, মারধর করে মেরে ফেলা হয় তাঁকে ৷ এরপরেই ঝুলিয়ে দেওয়া হয় তাঁর দেহ ৷

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় তপন থানার পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ অপরদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পরিবারের লোকেরা ৷

ABOUT THE AUTHOR

...view details