বালুরঘাট, 30 এপ্রিল: এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে POCSO ও 354 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ । গতকাল বালুরঘাট আদালতে তোলা হলে ধৃতের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে ধৃতের পরিবারের দাবি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাকে ।
ধৃতের নাম মিলন কর্মকার (50) । বাড়ি বালুরঘাটের চকভবানি এলাকায় । অভিযোগ, দোকানে জিনিস কিনতে গেলে ওই কিশোরীকে যৌন হেনস্থার শিকার হতে হত । বিষয়টি যাতে ওই কিশোরী কাউকে না জানায় সেইজন্য তাকে হুমকিও দেওয়া হত বলে অভিযোগ । তবে রবিবার কিশোরীকে দোকানে যেতে বলা হলে সে যেতে অস্বীকার করে । তার কাছে দোকানে না যাওয়ার কারণ জানতে চান অভিভাবকরা । তখনই বিষয়টি পরিবারের সবাইকে জানায় সে ।
বালুরঘাটে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার 1 - young girl
বালুরঘাটে এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে POCSO ও 354 নম্বর ধারায় মামলা রুজু করেছে বালুরঘাট থানার পুলিশ ।
ছবিটি প্রতীকী
এরপরই পরিবারের তরফে মিলন কর্মকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় । রবিবার রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।