বালুরঘাট, 30 নভেম্বর: দিদি বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্য়া করল যুবক ৷ বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামপঞ্চায়েতের মাহিনগর এলাকার ঘটনা । মৃতের নাম রণজিৎ পাহান । বাড়ি বালুঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ৷
বাইক চালানো নিয়ে বকাবকি দিদির, অভিমানে আত্মঘাতী যুবক - বালুরঘাট
ঠিকমতো বাইক চালাতে না পারার জন্য গতকাল রণজিতের দিদি তাঁকে বকাবকি করেন । সেই অভিমানে গতরাতে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশেই একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ৷
রণজিৎ পাহান পেশায় কৃষক । বাড়ি চিঙ্গিশপুরে হলেও দীর্ঘদিন ধরে তিনি মাহিনগর এলাকায় বাস করতেন ৷ তাঁর নিজস্ব মোটর বাইক রয়েছে ৷ এদিকে তাঁর মোটর বাইক থাকলেও ভালো চালাতে না পারায় মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়ত । ঠিকমতো বাইক চালাতে না পারার জন্য গতকাল রণজিতের দিদি তাঁকে বকাবকি করেন । সেই অভিমানে গতরাতে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশেই একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷
এবিষয়ে মৃত যুবকের ভাই সঞ্জীব পাহান বলেন, দিদির বাড়িতেই থাকতেন তাঁর দাদা । গতকাল বাইক চালানো নিয়ে দিদি বকাবকি করে । বকাবকি করার পরই বাড়ি থেকে বেরিয়ে যায় ও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ।