বালুরঘাট, 23 অগাস্ট : সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা ৷ অভিযুক্ত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এক কর্মী ৷
উপেন ঘোষ ৷ জেলা পরিষদে স্থায়ী গাড়ির চালকের পদে কর্মরত ৷ অভিযোগকারীদের বক্তব্য, অভিযুক্ত নিজেকে প্রাক্তন জেলা সভাধিপতি তথা তৃণমূল নেত্রী ললিতা তিগ্যার গাড়ির চালক বলে পরিচয় দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন, সভাধিপতির সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ৷ চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়েছেন তিনি ৷ কিন্তু মেলেনি চাকরি ৷
অভিযোগকারী অরুণকুমার চৌধুরি জানান, তাঁর দুই মেয়েকে প্রাইমারি ও জেলা পরিষদে চাকরি পাইয়ে দেওয়ার নামে 16 লাখ টাকা চান উপেন ৷ প্রথমে 5 লাখ টাকা অ্যাডভান্স হিসেবে নেন ৷ 2015 সালে সেই টাকা দেন অরুণবাবু ৷ এরপর 2016 সালে আবার টাকার জন্য চাপ দেন ৷ তখন আরও 4 লাখ টাকা দেওয়া হয় ৷ মোট 9 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ কিন্তু এখনও কারও চাকরি হয়নি ।