পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 23, 2019, 5:48 PM IST

Updated : Aug 23, 2019, 8:03 PM IST

ETV Bharat / state

সরকারি চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ জেলা পরিষদের কর্মীর বিরুদ্ধে

অভিযোগকারীদের বক্তব্য, অভিযুক্ত উপেন ঘোষ নিজেকে প্রাক্তন জেলা সভাধিপতি তথা তৃণমূল নেত্রী ললিতা তিগ্যার গাড়ির চালক বলে পরিচয় দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন, সভাধিপতির সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ৷ চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়েছেন তিনি ৷ কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও মেলেনি চাকরি ৷

বালুরঘাট থানা

বালুরঘাট, 23 অগাস্ট : সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা ৷ অভিযুক্ত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এক কর্মী ৷

উপেন ঘোষ ৷ জেলা পরিষদে স্থায়ী গাড়ির চালকের পদে কর্মরত ৷ অভিযোগকারীদের বক্তব্য, অভিযুক্ত নিজেকে প্রাক্তন জেলা সভাধিপতি তথা তৃণমূল নেত্রী ললিতা তিগ্যার গাড়ির চালক বলে পরিচয় দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন, সভাধিপতির সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ৷ চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়েছেন তিনি ৷ কিন্তু মেলেনি চাকরি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

অভিযোগকারী অরুণকুমার চৌধুরি জানান, তাঁর দুই মেয়েকে প্রাইমারি ও জেলা পরিষদে চাকরি পাইয়ে দেওয়ার নামে 16 লাখ টাকা চান উপেন ৷ প্রথমে 5 লাখ টাকা অ্যাডভান্স হিসেবে নেন ৷ 2015 সালে সেই টাকা দেন অরুণবাবু ৷ এরপর 2016 সালে আবার টাকার জন্য চাপ দেন ৷ তখন আরও 4 লাখ টাকা দেওয়া হয় ৷ মোট 9 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ কিন্তু এখনও কারও চাকরি হয়নি ।

গতকাল সন্ধ্যায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতদের 5 জন ৷ কারও অভিযোগ, টাকা দিয়েও মেলেনি চাকরি ৷ কেউ কেউ চাকরি না পেয়ে টাকা ফেরৎ চেয়েছিলেন ৷ কিন্তু ফেরৎ পাননি ৷

2013 থেকে 2018 পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি পদে ছিলেন ললিতা তিগ্যা ৷ এখন তিনি জেলা পরিষদের সহ সভাপতি পদে রয়েছেন ৷ এ বিষয়ে তিনি বলেন, "উপেন ঘোষ আমার গাড়ির চালক ছিলেন না । উনি জেলা পরিষদের স্থায়ী গাড়ির চালক ছিলেন । উনি কোনও টাকা নিয়েছেন কি না বা উনি এখন কোথায় আছেন, আমার কিছুই জানা নেই ৷ "

উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরেই উপেন জেলা পরিষদের কাজ ছেড়ে সপরিবারে আত্মগোপন করেছেন ৷ গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ ৷

Last Updated : Aug 23, 2019, 8:03 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details