পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণের দাবিতে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - রশিদ সরকার

বছর ছ’য়েক আগে বংশীহারী থানার শ্রীরামপুর এলাকার রিম্পা পারভিনের সঙ্গে তপনের রাঙ্গামাটি এলাকার রশিদ সরকারের নিকাহ হয় ৷ তাঁদের একটি 5 বছরের পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের সময় সাত লাখ টাকা পণ দিয়েছিল রিম্পা পরিবার । তারপরও একাধিকবার পণের দাবিতে রিম্পার উপর অত্যাচার চালাত শওহর রশিদ সরকার সহ শ্বশুরবাড়ির অন্যরা ।

A-lady-murderd-by-husband-and-his-family-in-south-dinajpur
পণের বলি গৃহবধূ, পুড়িয়ে মারার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

By

Published : Dec 7, 2020, 10:45 PM IST

তপন (দক্ষিণ দিনাজপুর), 7 ডিসেম্বর : পণের টাকা না নিয়ে আসায় যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শওহর সহ অন্য সদস্যরা । মৃতার নাম রিম্পা পারভিন বয়স 23 বছর । রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের তপন থানার গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকায় । রাতেই বিষয়টি প্রতিবেশীদের নজরে আসলে অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি মারা যান । আজ পুলিশ ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য় পাঠায় ৷



বছর ছ’য়েক আগে বংশীহারী থানার শ্রীরামপুর এলাকার রিম্পা পারভিনের সঙ্গে তপনের রাঙ্গামাটি এলাকার রশিদ সরকারের নিকাহ হয় ৷ তাঁদের একটি 5 বছরের পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের সময় সাত লাখ টাকা পণ দিয়েছিল রিম্পা পরিবার । তারপরও একাধিকবার পণের দাবিতে রিম্পার উপর অত্যাচার চালাতো স্বামী রশিদ সরকার সহ শশুর বাড়ির অন্যরা । গতকালও পণের টাকা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় গায়ে কেরোসিন ঢেলে ওই গৃহবধূকে পুড়িয়ে খুন করে শওহর ও পরিবারের অন্যান্য়রা ৷ এদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্তরা। এদিকে বিয়ের সাত বছরের মধ্যে কোনও গৃহবধূর মৃত্যু হলে, তার ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেট পর্যায়ের হয়। তাই এক্ষেত্রে বালুরঘাটে পুলিশ মর্গে মৃতার ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এদিন করা হয়েছে ৷

এনিয়ে মৃতের পরিবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা । তপন থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের পরিবারের একজনকে আটক করেছে।

ABOUT THE AUTHOR

...view details