বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 7 জুলাই : মা বকা দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক তরুণী ৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারির এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, করুণা রায় নামে ওই তরুণী আজ টিউশন থেকে ফিরে অন্যমনস্ক হয়ে বসে ছিলেন ৷ সেই সময় তাঁর মা গীতা রায় তাঁকে বকাবকি করেন ৷ আর তার কিছুক্ষণ পরেই করুণা রায় নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণীর মা ৷
পুলিশ সূত্রে খবর, তাঁর মা বকাবকি করার পর করুণা রায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় ৷ কিন্তু, দীর্ঘক্ষণ হয়ে গেলেও ঘর থেকে না বেরনোয় মেয়েকে ডাকাডাকি শুরু করেন তাঁর মা গীতা রায় ৷ তাতেও সাড়া না মেলায় প্রতিবেশীদের ডেকে আনেন তিনি ৷ প্রতিবেশীদের সাহায্যে জানালা খুলে তিনি দেখেন, তাঁর মেয়ে গলা ফাঁস দিয়ে ঝুলছে ৷ তৎক্ষণাত বংশীহারি থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ করুণা রায়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷