গঙ্গারামপুর , ১৬ মার্চ: গঙ্গারামপুর থানার নয়াবাজার মিলপাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নাম বর্ণী কর্মকার (১৮) । তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ।
গঙ্গারামপুরে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, উদ্ধার সুইসাইড নোট - student suicide
গঙ্গারামপুরো আত্মহত্যা এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ।
বর্ণীর বাবা বাবলু কর্মকারের একটি দোকান আছে । তিনি দোকানে থাকায় বাড়ি ফাঁকা ছিল । সেই সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বর্ণী । সে নয়াবাজার হাইস্কুলের ছাত্রী ছিল । গঙ্গারামপুর গার্লস হাইস্কুলে পরীক্ষার কেন্দ্র পড়েছিল তারা ।
গঙ্গারামপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। মৃতের দিদি বিউটি কর্মকার বলেন, "আমি আজ সকালে বাড়িতে এসেছি মাকে রায়গঞ্জে ডাক্তার দেখাব বলে । গতকাল বোন মাকে বলেছে যে ইংরাজি পরীক্ষা খারাপ হয়েছে । তা শুনে আমি বলেছিলাম কিছু হবে না । এভাবে যে চলে যাবে আমরা ভাবতে পারিনি ।" গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুণ্ডু বলেন, গঙ্গারামপুর থানার নয়াবাজার মিলপাড়া এলাকায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে ।
TAGGED:
student suicide