বংশীহারী, 5 মার্চ : দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর পাঠানপাড়ার ঈশিতা রহমান আটকে রয়েছেন ইউক্রেনে (a girl from bangsihari stranded in ukraine) ৷ আতঙ্কিত পরিবার। দ্রুত মেয়ে ফিরে আসুক চায় পরিবার ।
পরিবারের দাবি, ছোট থেকেই পড়াশুনায় ভালো ঈশিতা । 2015 সালে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক বংশীহারীর রসিদপুর হাসপাতালের বেড থেকে দিয়েছিলেন তিনি । তখন থেকেই তিনি বড় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন ৷ হোমিওপ্যাথিতে সুযোগও পেয়েছিলেন ৷ কিন্তু অ্যালোপ্যাথি নিয়ে পড়তে চেয়েছিলেন ঈশিতা ।
তাই 2019-এ তিনি ইউক্রেনে ডাক্তারি পড়তে যান ৷ ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে তিনি সেখানেই আটকে পড়েছেন (Russia-Ukraine War) ৷ প্রথম চারদিন চরম উৎকন্ঠার মধ্যে কেটেছিল পরিবারের ৷ অবশেষে যুদ্ধ শুরুর চারদিন পর ইউক্রেন সেনার সহযোগিতায় নিরাপদ জায়গায় রয়েছেন ঈশিতা-সহ একাধিক ভারতীয় পড়ুয়া । কিন্তু এখনও বাড়ি ফিরতে না পারায় সকলেই চিন্তিত ৷
গত মাসে বাড়িতে ঘুরতে আসেন ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রী । তার পর আবার ইউক্রেনে ফিরে যান ৷ কিন্তু সেখানে গিয়ে যে মেয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, তা পরিবারের কেউ ভাবতেও পারেননি ৷ ডাক্তারি পড়ুয়া ওই ছাত্রী পরিবারকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রায় 200 ছাত্রী থাকেন । যেদিন প্রথম যুদ্ধ শুরু হয়, তাঁদের হস্টেলের বেসমেন্টের বাংকারে ঢুকিয়ে দেওয়া হয় । একটা ব্যাগে দুটো পোশাক, কাগজপত্র, জলের বোতল শুধু নিতে পেরেছেন ৷ পরে ইউক্রেন পুলিশের সহযোগিতায় হাঙ্গেরি পৌঁছন তাঁরা ৷ এখন শুধু অপেক্ষা বাড়ি ফেরার ৷