বংশীহারি, 3 জুন : আম পাড়াকে কেন্দ্র করে আম বাগানের মালিকের মারে মৃত্যু হল এক 8 বছরের বালকের । মৃত শিশুর নাম আসাদুর রহমান । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বেলকুড়িয়া এলাকায় । মৃত আসাদুর স্থানীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র । বংশীহারী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে মৃতের পরিজনরা । বর্তমানে অভিযুক্ত পলাতক৷ ঘটনার তদন্ত করছে বংশীহারি থানার পুলিশ ।
জানা গিয়েছে, বুনিয়াদপুরের বেলকুড়িয়া এলাকার একটি আম বাগানে এদিন সাত-আট বছরের তিন বন্ধু আম পাড়তে যায় । ঢিল ছুঁড়ে একটি আম পাড়ে । সেই সময় আম গাছের মালিক মোক্তারুল ইসলাম চলে এলে সাত বছরের দিলসাদ হোসেন ও আট বছরের সিদ্দিকুল্লা রহমান পালিয়ে গেলেও, ধরা পড়ে যায় আট বছরের আসাদুর ।
অভিযোগ, আম পাড়ার অভিযোগে আসাদুরকে মারধর করে আম বাগান মালিক মোক্তারুল ইসলাম । মারের চোটে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আসাদুর । খবর জানাজানি হতেই আসাদুরকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।