পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে আরও 9 পরিযায়ী শ্রমিক কোরোনা আক্রান্ত - কোরোনা

দক্ষিণ দিনাজপুরে আরও 9 জন পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল কোরোনা । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 16 ।

ছবি
ছবি

By

Published : May 31, 2020, 6:41 AM IST

বালুরঘাট, 31 মে : জেলায় আরও 9 জন পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল কোরোনা । আক্রান্তদের মধ্যে 1 জন মহিলা রয়েছেন । বর্তমানে দক্ষিণ দিনাজপুরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 16 । যদিও বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মুখে কুলুপ এঁটেছে । অন্যদিকে, আক্রান্ত 16 জনের মধ্যে 7 জন সুস্থ হয়ে উঠেছেন । কিন্তু 1 জনকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়নি । দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হবে।

ওই 9 জন পরিযায়ী শ্রমিকের মধ্যে 8 জন হরিরামপুরের বাসিন্দা । তাঁরা হরিয়ানা থেকে ফিরেছিলেন । বাকি 1 জন মহিলার বাড়ি বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া এলাকায় । তিনি 20 মে হায়দরাবাদ থেকে ফিরেছিলেন । এদের প্রত্যেকেরই গ্রামীণ হাসপাতালে সোয়াব সংগ্রহ করা হয় । গতাকাল রাতে সেই রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তাঁদের চিকিৎসার জন্য বালুরঘাট COVID হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ।

পাশাপাশি আক্রান্তদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যাঁরা সংস্পর্শে এসেছিলেন তাঁদেরকেও চিহ্নিত করে কোয়ারানটিনে রাখার চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ ।

ABOUT THE AUTHOR

...view details