ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তপনে দোকান বাড়ি-সহ অগ্নিদগ্ধ 7 গবাদি - fire broke out at tapan south dinajpur

তপন এলাকায় আগুনে পুড়ল বাড়ি দোকান । অগ্নিদগ্ধ 7টি গবাদি পশু । পুলিশের অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে ।

তপনে দোকান বাড়িসহ অগ্নিদগ্ধ 7 গবাদি
তপনে দোকান বাড়িসহ অগ্নিদগ্ধ 7 গবাদি
author img

By

Published : Mar 12, 2021, 7:23 PM IST

তপন, 12 মার্চ : আগুন পুড়ল দুটি বাড়ি ও দোকানসহ গবাদি পশু । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত বালিপুকুর এলাকায় । ঘটনাস্থানে দমকলের 2 টি ইঞ্জিন আসে । প্রায় 3 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তদন্তে নেমেছে তপন থানার পুলিশ ।

জানা গিয়েছে, গতরাতে স্থানীয় এক বাসিন্দা লিটন আলি তাঁর এক টোটো চার্জে বসিয়েছিলেন । সেই সময় শর্ট সার্কিটের জেরে আগুন লাগে । সেই আগুন ছড়িয়ে পড়ে দুটি বাড়ি, দোকানে । আগুনে মারা যায় 4টি গরু ও 3টি ছাগল । এছাড়া ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লাখ টাকা ।

আরও পড়ুন : পোলবায় বিধ্বংসী আগুনে পুড়ল কাঠের গোডাউন

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গবাদি পশু ছাড়া কোনও মানুষ আহত হয়নি । পুলিশ ও দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details