পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্য দল থেকে BJP-তে যোগ 5 হাজার সমর্থকের - south dinajpur

অন্যান্য দলের 5000 কর্মী সমর্থক যোগ দিলেন BJP-তে । যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, ব্লক সভাপতি সুপ্রিয় দত্ত সহ দলীয় কর্মীরা ।

BJP MP Sukant Majumder of Balurghat
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার

By

Published : Feb 23, 2020, 9:36 PM IST

Updated : Feb 23, 2020, 11:34 PM IST

বুনিয়াদপুর, 23 ফেব্রুয়ারি : BJP-তে যোগ দিলেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা । আজ বুনিয়াদপুরে BJP-র দলীয় অফিসে ওই যোগদান অনুষ্ঠান হয় । রাষ্ট্রীয় শ্রী সনাতন সমন্বয় সেবা সমিতির উদ্যোগে অন্য দলের সমর্থকরা BJP-র দলীয় পতাকা হাতে তুলে নেন ।

আজ যোগদান অনুষ্ঠানে BJP সাংসদ সুকান্ত মজুমদার ও ব্লক সভাপতি সুপ্রিয় দত্ত, রাজ্য কমিটির সদস্য ফণী মাহাত সহ অন্যরা উপস্থিত ছিলেন । হাজার পাঁচেক কর্মী সমর্থক BJP-তে যোগ দিয়েছেন । কেউ CPI(M), কেউ TMC বা অন্যান্য রাজনৈতিক দলের সদস্য ছিলেন ।

এতজনের BJP-তে যোগ দেওয়া নিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "বহু দিন থেকেই তাঁরা সমাজসেবা মূলক কাজে যুক্ত রয়েছেন । তবুও তাঁদের কোনও দাবিদাওয়া কেউ শোনেনি । কেউ পূরণও করেনি । তাঁদের দাবি পূরণ করার চেষ্টা করব ।"

মহিলা কর্মীসমর্থক যোগ দিলেন BJP-তে

বিভিন্ন সেবা সমিতির সদস্যরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার জন্য তাঁরা BJP-তে যোগদান করেন । এছাড়াও নরেন্দ্র মোদির নাগরিকত্ব সংশোধনী আইন (2019)-কে সাধুবাদ জানান । রাষ্ট্রীয় সমন্বয় সভা সমিতির সভাপতি রামজয় মহন্ত জানান, "বিভিন্ন লোকজন বিভিন্ন দলে ছিল, আজকে আমরা BJP-তে যোগদান করলাম । কারণ, BJP সাধু-বৈষ্ণবদের ভালোবাসে, কিন্তু আমরা সবার কাছে লাঞ্ছিত-অবহেলিত ।"

BJP-তে হাজার হাজার কর্মী সমর্থক যোগ দেওয়ার প্রসঙ্গে ব্লক সভাপতি সুপ্রিয় দত্ত জানান, সনাতন ধর্মের সংস্থা রাষ্ট্রীয় সমন্বয় সেবা সমিতি সদস্যরা দীর্ঘদিন থেকে CPI(M) এবং বর্তমানে শাসকদলের সঙ্গে যুক্ত ছিলেন । তাঁদের যে দাবিদাওয়া ছিল, তা আবেদন করা সত্ত্বে পূরণ হত না । পূরণ হওয়ার লক্ষ্যে আজকে তাঁরা BJP-তে হয়েছেন ।

Last Updated : Feb 23, 2020, 11:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details