বালুরঘাট, 4 জুন: কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ দিনাজপুরে । নতুন করে 4 জন আক্রান্ত হয়েছেন । এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 42 । এর মধ্যেও স্বস্তির খবর আছে । কারণ কোরোনা আক্রান্তদের মধ্যে 22 জন সুস্থ হয়েছেন । কোরোনা আবহে এই তথ্য জেলা প্রশাসনের কাছে স্বস্তির । আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।
দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনা আক্রান্ত 4 - কোরোনা আক্রান্ত
নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাঁরা সবাই পরিযায়ী শ্রমিক । তাঁদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে, জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ ।
স্বাস্থ্য বিভাগের তরফে জানা যায়, গতরাতে জেলার নতুন 4 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে। তাঁদের বাড়ি বালুরঘাট, হিলি ও গঙ্গারামপুর ব্লকে। এর মধ্যে বালুরঘাট ব্লকের জলঘর ও চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন করে কোরোনা আক্রান্ত । বাকি 2 জনের বাড়ি হিলির বালুপাড়া ও গঙ্গারামপুরে । সবাই ভিন রাজ্যের শ্রমিক ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে । পাশাপাশি এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন করা হচ্ছে। জেলার 22 জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এরমধ্যে গতকাল বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে 16 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।