বালুরঘাট, 22 এপ্রিল: ডাকাতির আগেই 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গতকাল গভীর রাতে বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ব্রিজ এলাকায় ওই চারজনকে ডাকাতি ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় মণ্ডল (40), তাপস সরকার (38), উজ্জ্বল দাস (43) ও শুভেন্দু অধিকারী (30)। ধৃতরা বালুরঘাট শহরের ব্রিজ কালী, গলাকাটা মোড় সহ সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বুধবার ধৃত ওই দুষ্কৃতীদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। ধৃতদের সঙ্গে আরও একই কাজে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। লকডাউনের মধ্যে বালুরঘাট শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের চেষ্টার একাধিক অভিযোগ আসছে। তবে শেষ অবধি কোনও ক্ষেত্রেই কৃতকার্য হয়নি দুষ্কতীরা।