পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্ষমন্ত্রীর ত্রাণ তহবিলে 85 হাজার টাকা অনুদান গঙ্গারামপুর পৌরসভার

আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট 85 হাজার টাকার অনুদান দেওয়া হল গঙ্গারামপুর পৌরসভার তরফে ৷

35 thousands donation from counsilors of bangshihari, south dinajpur to cm corona relief fund
কোরোনা মোকাবিলায় মহকুমা শাসকের দপ্তরে মোট 85 হাজার টাকার অনুদান গঙ্গারামপুর পৌরসভার তরফে

By

Published : Apr 3, 2020, 9:53 PM IST

বংশীহারী , 3 এপ্রিল : কোরোনার সংক্রমণ মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ৷ খোলা হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ৷ আর আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 85 হাজার টাকার অনুদান দেওয়া হল গঙ্গারামপুর পৌরসভার তরফে ৷ আজ মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথের দপ্তরে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান 50 হাজার টাকা দেন ৷ এছাড়াও অন্য কাউন্সিলর ও পৌরসভার কর্মীরা মোট 35 হাজার টাকা দেন ৷ আগামীদিনে আরও বেশি সাহায্য করা সম্ভব হবে বলে আশাবাদী চেয়ারম্যান ।

আজ গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার সহ কয়েকজন কাউন্সিলর এবং পৌরসভার কর্মীরা তাঁদের সাধ্যমতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেন ।

কোরোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাতে আর্থিক সাহায্যের জন্য তিনি রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন ৷ আজ মুখ্যমন্ত্রীর সেই আবেদনেই সাড়া দিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানসহ কয়েকজন কাউন্সিলর এবং কর্মীরা ৷

এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, " দুর্যোগের সময় আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি । কোরোনা মোকাবিলায় আমরা তাঁর ত্রাণ তহবিলে পৌরসভার পক্ষ থেকে 50 হাজার টাকা দিলাম ৷ কাউন্সিলররা এবং আমার অফিসের অন্যান্য কর্মীরা তাঁদের সাধ্যমত মোট 35 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন । যে সমস্ত পরিবার খুব কষ্টে আছে তাদের যেন সাহায্য করতে পারি এটাই আমাদের আশা । "

গঙ্গারামপুর মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথ বলেন, " গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের টাকা দান করেছেন । আমরা সেই টাকা জেলাশাসকের কাছে পাঠাব এবং তাঁর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দেব । "

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details