পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students fall Sick: সকালের খাবার খেয়ে অসুস্থ 34 জন আবাসিক ছাত্রী - Food Poisoning

হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ 34 জন ছাত্রী (34 Resident Students are Sick) ৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকার ঘটনা ৷ ডিম, মুড়ি, চিড়ে খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ছাত্রীরা ৷

Students are Sick
সকালের খাবার খেয়ে অসুস্থ 34 জন ছাত্রী

By

Published : Mar 10, 2023, 6:46 PM IST

বংশীহারি, 10 মার্চ: সকালের খাবার খেয়ে অসুস্থ হস্টেলের 34 জন পড়ুয়া (Students fall Sick after Eating Breakfast)৷ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকার একলব্য মডেল আবাসিক স্কুলের ঘটনা ৷ এদিন ছাত্রীদের সকালের খাবারে ডিম, মুড়ি, চিড়ে দেওয়া হয় ৷ তা খাওয়ার পরেই স্কুলের আবাসিক ছাত্রীদের মধ্যে জ্বর, মাথা ব্যাথা, বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয় ৷ বিষয়টি নজরে আসে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের । প্রথম অবস্থায় স্কুলের হস্টেলে ওষুধ-পত্র দেওয়া হয় ৷

গাংগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের কানুর এলাকায় অবস্থিত একলব্য মডেল আবাসিক (Dakshin Dinajpur News)। এখানে প্রচুর ছাত্র-ছাত্রী বহু দূর-দূরান্ত থেকে এসে হস্টেলে থেকে পড়াশোনা করে । বুধবার রাতে হস্টেলের আবাসিক ছাত্রীদের মুরগির মাংস খেতে দেওয়া হয় । বৃহস্পতিবার সকালবেলা তাদের ডিম, মুড়ি এবং চিড়ে দেওয়া হয় । দুপুরবেলা ভাত, ডাল এবং পনিরের তরকারি দেওয়া হয় । স্কুল যাওয়ার পরে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে । স্কুল কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছতেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় । কিন্তু তাতেও কোনও কাজ না-হওয়ায় 34 জন ছাত্রীকে পেট ব্যথা, জ্বর, বমি ও ডায়রিয়ার কারণে রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । 24 জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও 10 জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন ।

এই প্রসঙ্গেই শম্পা ওরাও নামে এক অসুস্থ ছাত্রী জানান, সকালের খাবার খাওয়ার পরেই অসুস্থবোধ করি । মাথার যন্ত্রণা, পেট ব্যাথা ও বমি, পেটের সমস্যা শুরু হয় ৷ তবে দুপুরের খাবার খাওয়ার পরেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন ছাত্রীরা ৷ অসুস্থরা সকলেই রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন:গোরক্ষপুরে বিয়ের খাবারে বিষক্রিয়ায় অসুস্থ 60, হাসপাতালে 6 জন

হস্টেলের ওয়ার্ডেন কবিতা সরকার বলেন, ''আমি বেলা দু’টো পর্যন্ত সেখানে থাকি ৷ পরবর্তী সময় জানতে পারি এদের শরীর খারাপ করছে ৷ সমস্ত ছাত্রীদেরকে টোটোতে করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । মোট 34 জন ছাত্রীকে নিয়ে আসা হয় তাদের মধ্যে 24 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দশ জনকে স্যালাইন দেওয়া হচ্ছে ৷ তারা এখনও হাসপাতালে চিকিৎসাধাীন ৷''

এই রশিদপুর হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক পুলকেশ সাহা জানান, বৃহস্পতিবার রাতে একলব্য মডেল আবাসিক স্কুলের 34 জন ছাত্রী রশিদপুর গ্রামীণ হাসপাতালে এসেছিল । তাদের মধ্যে 10 জন হাসপাতালে ভর্তি রয়েছে । বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । মূলত খাবারের বিষ ক্রিয়ার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে । সকালে ডিম, চিড়ে, মুড়ি এগুলো খেয়েছিল এবং দুপুরে পনির-ডাল, ভাত খেয়েছিল। এসব খাবার খেয়েই মূলত এতগুলো ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ।

ABOUT THE AUTHOR

...view details