বংশিহারী, 23 ফেব্রুয়ারি: শ্রাদ্ধ অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 34 জন আবাসিক খুদে পড়ুয়া। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমের ঘটনা। অসুস্থ আবাসনের একাধিক কর্মীও ৷ জ্বর, মাথাব্যথা, বমি, পেটব্যাথা ও পায়খানা নিয়ে 34 জন আবাসিক ছাত্র-ছাত্রী ও কর্মীদের বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদপুর হাসপাতালে আনা হয়। দু'জন ছাত্রকে ভরতিও করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাতে সমস্যা হলে দেরি না-করে হাসপাতালে ভরতি করবার নির্দেশ দিয়েছেন ব্লক স্বাস্থ্য অধিকর্তা। খাবারে বিষক্রিয়া (Due to Food Poisoning) হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা।
হাসপাতাল সূত্রে খবর, শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ 34 জন খুদে ৷ গতকাল গঙ্গারামপুরের এক পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার নিয়ে আসা হয় সন্ধ্যা সাতটার সময়। রাত আটটার সময় আশ্রমের সমস্ত শিশুদের খাবার দেওয়া হয়। খাবার মেনুতে ছিল সরিষা বাটা পাবদা মাছ, ভাত ডাল-সহ আরও খাবার। আশ্রমের সবাই এই খাবার খায়। বৃহস্পতিবার আবাসিক পড়ুয়ারা প্রতিদিনের মতো স্কুলেও যায় ৷ এদিন দুপুরের দিকে তাদের শুরু হয় পেটব্যথা, বমি, পায়খানা ৷