পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Children Get Ill in Food Poisoning: শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ 34 আবাসিক খুদে পড়ুয়া - 34 Children Get Ill

শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ 34 জন খুদে (34 Children Get Ill) ৷ গতকাল গঙ্গারামপুরের এক পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার নিয়ে আসা হয় সন্ধ্যা সাতটার সময়। রাত আটটার সময় আশ্রমের সমস্ত শিশুদের খাবার দেওয়া হয়। এদিন দুপুরের দিকে তাদের শুরু হয় পেটব্যথা, বমি, পায়খানা ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 23, 2023, 11:11 PM IST

Updated : Mar 20, 2023, 9:09 PM IST

বংশিহারী, 23 ফেব্রুয়ারি: শ্রাদ্ধ অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 34 জন আবাসিক খুদে পড়ুয়া। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বড়াইল বনবাসী কল্যাণ আশ্রমের ঘটনা। অসুস্থ আবাসনের একাধিক কর্মীও ৷ জ্বর, মাথাব্যথা, বমি, পেটব্যাথা ও পায়খানা নিয়ে 34 জন আবাসিক ছাত্র-ছাত্রী ও কর্মীদের বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদপুর হাসপাতালে আনা হয়। দু'জন ছাত্রকে ভরতিও করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাতে সমস্যা হলে দেরি না-করে হাসপাতালে ভরতি করবার নির্দেশ দিয়েছেন ব্লক স্বাস্থ্য অধিকর্তা। খাবারে বিষক্রিয়া (Due to Food Poisoning) হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা।

হাসপাতাল সূত্রে খবর, শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ 34 জন খুদে ৷ গতকাল গঙ্গারামপুরের এক পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার নিয়ে আসা হয় সন্ধ্যা সাতটার সময়। রাত আটটার সময় আশ্রমের সমস্ত শিশুদের খাবার দেওয়া হয়। খাবার মেনুতে ছিল সরিষা বাটা পাবদা মাছ, ভাত ডাল-সহ আরও খাবার। আশ্রমের সবাই এই খাবার খায়। বৃহস্পতিবার আবাসিক পড়ুয়ারা প্রতিদিনের মতো স্কুলেও যায় ৷ এদিন দুপুরের দিকে তাদের শুরু হয় পেটব্যথা, বমি, পায়খানা ৷

ঘটনাটি নজরে আসে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের । তারা আবাসিকে খবর দেন ৷ পরবর্তীতে স্কুলের পক্ষ থেকে শিশুদেরকে নিয়ে আসা হয় আশ্রমে এবং সন্ধেয় 34 জন খুদে পড়ুয়াকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে 32 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দু'জন রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই আশ্রমে থাকা প্রত্যেকের বয়স 2-9 বছরের মধ্যে।

আরও পড়ুন:শিক্ষকের মারে হাসপাতালে ভরতি ছাত্র, গ্রেফতার অভিযুক্ত

এই বিষয়ে আশ্রমের দায়িত্বে থাকা চাঁদমণি সরেন জানিয়েছেন, গতকাল রাতে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার খায় আশ্রমের বাচ্চারা-সহ আমরা। জ্বর, মাথাব্যথা, বমি, পেটব্যথা ও পায়খানা নিয়ে 34 জন আবাসিক ছাত্র-ছাত্রী ও কর্মীদের আজ সন্ধ্যায় রশিদপুর হাসপাতালে আনা হয়। দু'জন ছাত্রকে ভরতি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাতে সমস্যা হলে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করার নির্দেশ দিয়েছে হাসপাতালের পক্ষ থেকে। রশিদপুর হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক পুলকেশ সাহা জানান, বুনিয়াদপুরের একটি আশ্রম থেকে এসেছে। বাচ্চাদের বেশিরভাগই জ্বর, মাথাব্যথা, বমি, পেট ব্যথা ও পায়খানা নিয়ে হাসপাতালে আনা হয়েছে। রাতে সমস্যা হলে হাসপাতালে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Last Updated : Mar 20, 2023, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details