গঙ্গারামপুর, 24 অগাস্ট : দক্ষিণ দিনাজপুর জেলার তিন তৃণমূল নেতাকে শোকজ করল জেল নেতৃত্ব। আজ গঙ্গারামপুরে এক সাংবাদিক বৈঠকে শোকজের কথা জানালেন জেলা সভাপতি গৌতম দাস। তিনি বলেন, "যতদিন পর্যন্ত এই তিন নেতা শোকজের সদুত্তর দিচ্ছেন না ততদিন তৃণমূলের কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না।"
গঙ্গারামপুরে তৃণমূল জেলা কমিটির সাংবাদিক বৈঠকে সভাপতি গৌতম দাস ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা চেয়ারম্যান শংকর চক্রবর্তী৷ সাংবাদিক বৈঠকে গৌতম দাস জানান, শুভাশিস পাল ওরফে সোনা পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস ও দেবাশিস মজুমদার ওরফে দেবাকে দলে থেকে পদের অপব্যবহার করার অভিযোগে জেলা কমিটি শোকজ করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা সভাপতি বলেন, "শোকজের উত্তরে জেলা কমিটি সন্তুষ্ট না হলে দল থেকে বহিষ্কারও করা হতে পারে।"