পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুরে উদ্ধার তিন রক্তাক্ত বাইক আরোহী , তদন্তে পুলিশ - 3 people injured in a bike accident at malancha

তপনের মালঞ্চে রেলগেটের পাশে একটি বাইক ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক অটোচালক ৷ স্থানীয় তিনজনের সহায়তায় সেই অটোচালক আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন ৷ যদিও আহতদের নাম পরিচয় এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : May 12, 2021, 8:18 AM IST

গঙ্গারামপুর, 12 মে: দক্ষিণ দিনাজপুরের তপন থানার মালঞ্চে রেল গেটের সামনে কাছে উদ্ধার তিন বাইক আরোহী । দুর্ঘটনাগ্রস্ত বাইকের পাশে তাঁদের পড়ে থাকতে দেখেন স্থানীয় এক অটো চালক ৷ তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ এখনও পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি ৷

রেলগেটের সামনে একটি বাইক পড়ে থাকতে দেখেন স্থানীয় এক অটো চালক ৷ তখন সেদিকে এগিয়ে গেলে তিনি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন ৷ সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের সহায়তায় নিজের অটোতে করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেন তপন থানায়তেও ৷ এদিকে খবর পেয়ে দুর্ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ অটো চালকের অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশে পড়ে যায় ৷

কী বললেন অটো চালক ?

অটো চালক অমিরুল মিয়া জানান, " আমি বাড়ি যাবার সময় রেল গেটে সামনে তিনজনকে পড়ে থাকতে দেখি । তখন সেখানে অনেকে উপস্থিত থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নি । তখন আমি পরিচিত তিনজনের॥ সঙ্গে আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাই ৷ "

আরও পড়ুন :5 দিনে 790 জন উপসর্গহীনের মৃত্যু কর্নাটকে, আপনি সুরক্ষিত তো?

কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ৷ আহতদের নাম পরিচয় জানারও চেষ্টা করছে ৷

ABOUT THE AUTHOR

...view details