গঙ্গারামপুর, 12 মে: দক্ষিণ দিনাজপুরের তপন থানার মালঞ্চে রেল গেটের সামনে কাছে উদ্ধার তিন বাইক আরোহী । দুর্ঘটনাগ্রস্ত বাইকের পাশে তাঁদের পড়ে থাকতে দেখেন স্থানীয় এক অটো চালক ৷ তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ এখনও পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি ৷
রেলগেটের সামনে একটি বাইক পড়ে থাকতে দেখেন স্থানীয় এক অটো চালক ৷ তখন সেদিকে এগিয়ে গেলে তিনি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন ৷ সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের সহায়তায় নিজের অটোতে করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেন তপন থানায়তেও ৷ এদিকে খবর পেয়ে দুর্ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ অটো চালকের অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশে পড়ে যায় ৷