গঙ্গারামপুর, ২ জুলাই : দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় সংক্রমিত হলেন আরও ৩ জন । জেলা স্বাস্থ্য বিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 218 । জানা গেছে ওই 3 জন সরকারি কর্মী । আক্রান্তদের বালুরঘাট নাট্য উৎকর্ষ সেফ হোমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।
বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী তিনজন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন । ওই 3 জন গঙ্গারামপুর ব্লকের বাসিন্দা । চালুন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার, গ্রুপ ডি স্টাফ ও স্বাস্থ্য কর্মী । এর আগেও স্বাস্থ্য কর্মীদের শরীরে কোরোনার হদিস মিলেছে ।
এর আগেও মঙ্গলবার বুনিয়াদপুরে কর্তব্যরত পুলিশকর্মীর দেহে কোরোনা ভাইরাস মিলেছে । তিনি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত । ওই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ সেফ হোমে রাখা হয়েছে ।
জেলায় কোরোনা আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা । এখনও পর্যন্ত জেলায় মোট 171 জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন । সুস্থ হওয়ার হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে ।
যদিও এবিষয়ে এখনই সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা । জেলার কোরোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারির কথা রয়েছে ।