বংশীহারী, 2 জানুয়ারি : বেসরকারি বাস এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ । দুর্ঘটনাস্থানেই প্রাণ হারান তিন বাইক আরোহী । সংঘর্ষের পর পলাতক ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার রশিদপুরের 512 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে ।
বালুরঘাট থেকে একটি নাইট সার্ভিসের বাস কোচবিহারের দিকে যাচ্ছিল । রশিদপুরের কাছে একটি শিলিগুড়িগামী বাস আগের বাসটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে । শুরু হয় রেষারেষি । কোচবিহারগামী বাসটি ধাক্কা মারে একটি মোটর বাইকে । বাইকে তখন তিনজন সওয়ারি ছিলেন । বাসের ধাক্কায় দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় সুশান্ত বর্মণ (18), মিলন বর্মণ (27) ও আন্ধারূল বর্মণের । মৃতদের প্রত্যেকেই বংশীহারী থানার অন্তর্গত বেলকুঁড়িয়ার বাসিন্দা ।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসের রেষারেষির কারণেই মৃত্যু হয়েছে ওই তিন বাইক আরোহীর । জাতীয় সড়কে ডিভাইডার না থাকায় প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে বলেও জানান তাঁরা । দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ অবরূদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক । দুর্ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ । পুলিশ দেহগুলি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় । ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করে পুলিশ । যদিও সংঘর্ষের পর থেকেই বাসের চালক ও কন্ডাক্টর পলাতক ।