পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বংশীহারীতে বাস-বাইকের সংঘর্ষ, মৃত 3 - 3 died in road accident in Banshihari

দু'টি বাসের রেষারেষির জের । সামনে থেকে আসা বাইকে সজোরে ধাক্কা । বাইকে সওয়ারি ছিলেন তিনজন । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের ।

বংশীহারিতে পথ দুর্ঘটনা
বংশীহারিতে পথ দুর্ঘটনা

By

Published : Jan 2, 2021, 6:41 AM IST

Updated : Jan 2, 2021, 2:32 PM IST

বংশীহারী, 2 জানুয়ারি : বেসরকারি বাস এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ । দুর্ঘটনাস্থানেই প্রাণ হারান তিন বাইক আরোহী । সংঘর্ষের পর পলাতক ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার রশিদপুরের 512 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে ।

বালুরঘাট থেকে একটি নাইট সার্ভিসের বাস কোচবিহারের দিকে যাচ্ছিল । রশিদপুরের কাছে একটি শিলিগুড়িগামী বাস আগের বাসটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে । শুরু হয় রেষারেষি । কোচবিহারগামী বাসটি ধাক্কা মারে একটি মোটর বাইকে । বাইকে তখন তিনজন সওয়ারি ছিলেন । বাসের ধাক্কায় দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় সুশান্ত বর্মণ (18), মিলন বর্মণ (27) ও আন্ধারূল বর্মণের । মৃতদের প্রত্যেকেই বংশীহারী থানার অন্তর্গত বেলকুঁড়িয়ার বাসিন্দা ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসের রেষারেষির কারণেই মৃত্যু হয়েছে ওই তিন বাইক আরোহীর । জাতীয় সড়কে ডিভাইডার না থাকায় প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে বলেও জানান তাঁরা । দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ অবরূদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক । দুর্ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ । পুলিশ দেহগুলি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় । ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করে পুলিশ । যদিও সংঘর্ষের পর থেকেই বাসের চালক ও কন্ডাক্টর পলাতক ।

বংশীহারির পথ দুর্ঘটনায় মৃত 3, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা ?

আরও পড়ুন : কোকরাঝাড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 6

কোচবিহারগামী বাসের এক যাত্রী রনি সাহা জানান, "আমরা বাসের ভেতরে 8-10 জন যাত্রী ছিলাম । অন্যদিকে বালুরঘাট থেকে শিলিগুড়িগামী একটি বাস ওভার টেক করছিল । সেই সময় এই বাসের চালক এবং কন্ডাক্টরের রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটেছে । বাসের চালক এবং কন্ডাক্টর এই ঘটনার পরে পালিয়েছে বাস ছেড়ে । আমরা বাসের যাত্রীরা কী করব বুঝতে পারছি না ।"

বর্ষবরণের রাতেও এই এলাকাতেই পথ দুর্ঘটনা ঘটেছিল। অ্যাম্বুলেন্স এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন 3 বাইক আরোহী । গতকাল ফের একটি নাইট সার্ভিস বাস ও বাইকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হল । এই পরিস্থিতিতে জাতীয় সড়কের উপর দ্রুত ডিভাইডারের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

Last Updated : Jan 2, 2021, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details