কুশমণ্ডি, ১৭ মে : এবার দক্ষিণ দিনাজপুরের তিন বাসিন্দার শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিশ । আক্রান্ত তিন যুবকের বাড়ি কুশমণ্ডিতে । তাঁদের মধ্যে একজন ভিনরাজ্যে ও বাকি দু'জন ভিনজেলায় কাজ করতেন ।
দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্ত 3
তিনজন কোরোনায় আক্রান্ত হওয়ায় গ্রিন জো়ন থেকে অরেঞ্জ জ়োনে ঢুকল দক্ষিণ দিনাজপুর । আক্রান্তদের রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
ওই তিন যুবকের মধ্যে একজন বিহারে কাজের জন্য গেছিলেন । সপ্তাহখানেক আগে তিনি বাড়ি ফিরেছেন । বাকি দু'জনের মধ্যে একজন কলকাতা ও এর একজন ডানকুনি থেকে ফিরেছিলেন । এর মধ্যে কলকাতা থেকে যিনি ফিরেছেন তিনি বাড়িতে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছিলেন। সেখানে তাঁকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । তাঁর লালারস সংগ্রহ করে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । এরপর গতরাতে রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । বাকি দু'জনও কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁদেরও চিকিৎসার জন্য রায়গঞ্জের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এঁদের প্রত্যেকের পরিবারকে কোয়ারানটিনে রাখা হয়েছে । এর পাশাপাশি এই তিনজনের সংস্পর্শে কারা কারা এসেছিলেন সেই তথ্যও খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
যদিও এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদমাধ্যমের সামনে তারা কোনও মন্তব্য করতে চায়নি ।